ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাগেরহাটে দুদিনের তথ্যমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
বাগেরহাটে দুদিনের তথ্যমেলা তথ্যমেলা

বাগেরহাট: বাগেরহাট জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দুদিনের তথ্যমেলা শুরু হয়েছে।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসান।

পরে মেলায় আগত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন ডিসি ও অন্যান্য অতিথিরা।

পরে সনাক, বাগেরহাটের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সবার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিসি আহমেদ কামরুল আহসান।  

এ সময় আরও বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, সনাক সদস্য অ্যাডভোকেট শাহ আলম টুকু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখসি প্রমুখ।

বক্তারা, তথ্য অধিকার আইন বাস্তবায়নের কৌশল সম্পর্কে অবহিত করেন। এছাড়া কীভাবে সহজে তথ্য পাওয়া যায় এবং কি কি তথ্য নাগরিকরা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

তথ্যমেলায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, পাসপোর্ট অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমাজসেবা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-সহ ২৬টি সরকারি-বেসরকারি দপ্তর অংশ নেয়। দপ্তরগুলো তাদের সেবার তালিকা, সেবামূল্য ও সহজে পাওয়ার পদ্ধতি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।