ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যশোরে স্মার্ট টেকনোলজিস

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২

দেশজুড়ে আইটি পণ্য বিপণন প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি যশোরে নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (বিক্রয়) জাফর আহমেদ।



এ শাখা সম্পর্কে জাফর আহমদে বলেন, যশোর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলাশহর। এ অঞ্চলের মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সেবা আরো সহজ করতেই এ শাখা উদ্বোধন করা হল। ফলে এখানকার চ্যানেল সহযোগীদের কাছে আইটি পণ্যসেবা আরো দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর বাংলাদেশ কম্পিউটার সমিতির চেয়ারম্যান ও সেক্রেটারি, স্মার্ট টেকনোলজিসে সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) এসএম জাকিউর রহমান এবং তোশিবা পণ্য ব্যবস্থাপক এএসএম শওকত মিল্লাত।

বাংলাদেশ সময় ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।