ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৫০ টাকায় ক্রিস্টাল হেডফোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২
৩৫০ টাকায় ক্রিস্টাল হেডফোন

ক্রিস্টাল সাউন্ডের নন্দিত হুনদাই ব্রান্ডের চারটি নতুন হেডফোন দেশের বাজারে এসেছে। বিপণন সূত্র এ তথ্য জানিয়েছে।



সদ্য বাজারে অবমুক্ত হওয়া এমভি মডেলের হেডফোনগুলো দিয়ে ব্যবহারকারী গান শোনার সঙ্গে কথাও বলতে পারবেন মন খুলে। হেডফোনগুলোর সেনসিভিটি ১১৬ ডেসিবল, ফ্রিকোয়েন্সি রেসপন্স ২০ হার্জ থেকে ২০ কিলোহার্জ।

হুন্দাই এইচওয়াই-৩০০এমভি মডেলের দাম ৩৫০ টাকা। এইচওয়াই-৫০০এমভির দাম ৩০০ টাকা। এইচওয়াই-৫০১এমভির দাম ৫০০ টাকা এবং এইচওয়াই-৬০১ এমভির দাম ৬০০ টাকা। এ হেডফোনগুলো আগারগাঁওস্থ বিসিএস কমপিউটার সিটিতে পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।