ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় ১৩ অক্টোবর জুমলা মিটআপ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
ঢাকায় ১৩ অক্টোবর জুমলা মিটআপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) জুমলার বাংলাদেশি ব্যবহারকারী ও ডেভেলপারদের নিয়ে প্রথমবার ঢাকায় অনুষ্ঠিত হবে জুমলা মিটআপ।

এরই মধ্যে জুমলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ মিট আপটি জুমলা ইভেন্টের অফিসিয়াল স্বীকৃতি পেয়েছে।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর ঢাকার ধানমন্ডির প্রিয় ডটকম অফিসে (বাড়ি-১৪/এ, রোড-৪) জুমলা বাংলাদেশ আয়োজিত এ মিটআপে জুমলাবিষয়ক কারিগরি আলোচনার সঙ্গে থাকবে আলোচনা, মতবিনিময় এবং সফলদের ইতিহাস।

এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। তিনটি সেশনে বেলা তিনটা থেকে ছয়টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। আগ্রহীরা (http://bit.ly/QcQeoS) ঠিকানায় এবং জুমলা বাংলাদেশের  (www.joomlabangladesh.org) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।