ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিকম বিশ্বে এয়াটেল চতুর্থ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২
টেলিকম বিশ্বে এয়াটেল চতুর্থ

এয়ারটেল বিশ্বের গ্রাহক সংখ্যার বিচারে আরো এক ধাপ এগিয়ে চতুর্থ বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে স্বীকৃতি পেয়েছে। ওয়্যারলেস ইন্টেলিজেন্স স্কোরবোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে।



বিশ্বের প্রথম সারির পাঁচটি অপারেটর মধ্যে যথাক্রমে চায়না মোবাইল, ভোডাফোন, আমেরিকা মোভিল, ভারতী এয়ারটেল এবং টেলিফোনিকা স্থান পেয়েছে।

এটি ২০১২ সালের দ্বিতীয় প্রান্তিকের র‌্যাংকিংয়ের তথ্য। এতে ৬৮ লাখ ৩৮ লাখ গ্রাহক নিয়ে শীর্ষে আছে চায়না মোবাইল অপারেটর।

প্রসঙ্গত, ২০১২ সালে আফ্রিকার ১৫টি দেশের কার্যক্রম অধিগ্রহণের পর ভারতী এয়ারটেল বিশ্বের পঞ্চম বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে এ স্বীকৃতি অর্জন করল। বছরে ১৩ ভাগ প্রবৃদ্ধিতে ২৫ কোটি গ্রাহকের সেবার কারণে ভারতী এয়ারেটেল এ অবস্থানে উঠে এসেছে।

বাংলাদেশ সময় ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।