ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইটসার পরিচালক হলেন এসএস ইকবাল

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২
উইটসার পরিচালক হলেন এসএস ইকবাল

কানাডার মনট্রিল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) বোর্ড ডিরেক্টরসের ২০১২-১৪ মেয়াদের নির্বাচনে বাংলাদেশ কম্পিউটার সমিতির মনোনীত প্রার্থী এসএম ইকবাল পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, এসএম ইকবাল প্রথম বাংলাদেশি যিনি তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠনটির নীতিনির্ধারণী পদে নির্বাচন করে পরিচালক নির্বাচিত হয়েছেন।

টেকভিশন সিস্টেমস অ্যান্ড সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম ইকবাল ২০০৪-২০০৫ মেয়াদে বিসিএসের সভাপতির দায়িত্ব পালন করেন।

উইটসার নির্বাচনে বাংলাদেশ কম্পিউটার সমিতির হয়ে মহাসচিব শাহিদ উল মুনীর ভোট প্রদান করেন। নির্বাচিত হওয়ার পর এসএম ইকবালকে উষ্ণ অভিনন্দন জানান সমিতির মহাসচিব শাহিদ উল মুনীর, কোষাধ্যক্ষ জাবেদুর রহমান শাহীন, পরিচালক মজিবুর রহমান শাহীন এবং ‘ডব্লিউসিআইটি ২০১২’ আসরে অংশ নেওয়া সমিতির সদস্যরা।

উইটসার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মেক্সিকোর সানটিয়াগো গুটিয়ারেজ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসএম ইকবাল জানান, বিসিএসের মনোনয়নে পরিচালক নির্বাচিত হতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে বিশ্ব দরবারে ইতিবাচকভাবে তুলে ধরতে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব আরো সুদৃঢ় করতে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন।

তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক এ সংগঠনটি বিশ্বের ৮৪টি দেশের প্রতিনিধিত্ব করে। এরই মধ্যে উইটসা তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক নীতি, কর্মপ্রক্রিয়া এবং পরামর্শ প্রদানে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

প্রসঙ্গত, উইটসা আয়োজিত ২২ থেকে ২৪ অক্টোবর কানাডার মনট্রিলে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কনগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) ২০১২ আসরে বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব শাহিদ-উল-মুনীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

এ ছাড়াও বিসিএসের মহাসচিব শাহিদ উল-মুনীর ২১ অক্টোবর অনুষ্ঠিত উইটসার জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধিত্ব করেন।

বাংলাদেশ সময় ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।