ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিআরসি চেয়ারম্যান হিসেবে সুনীলের যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১২

ঢাকা: সুনীল কান্তি বোস বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার তিনি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন।



এ সময় বিটিআরসি কর্মকর্তা-কর্মচারীরা নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে সুনীল কান্তি বোস ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১০ সেপ্টেম্বর বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের মৃত্যুর পর পদটি শূন্য হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর সরকার সুনীল কান্তি বোসকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

সুনীল কান্তি ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এর আগে তিনি বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১২  
আইএইচ/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।