ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন বিক্রির শীর্ষ তালিকায় অ্যাপল চতুর্থ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
স্মার্টফোন বিক্রির শীর্ষ তালিকায় অ্যাপল চতুর্থ

গত ৪ বছরে ৪টি ব্র্যান্ডের আইফোন উন্মোচন করে এ মুহূর্তে স্মার্টফোন বিক্রির শীর্ষ তালিকার চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে অ্যাপল। আর অ্যাপলের ধাক্কায় ব্ল্যাকবেরি নির্মাতা রিম চলে গেছে পঞ্চম অবস্থানে।



বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) সদ্য কয়েকটি শীর্ষ সারির প্রযুক্তি পণ্য নির্মাতার নাম ঘোষণা করেছে। এ প্রতিষ্ঠানগুলো স্মার্টফোন বিক্রিতে সৃষ্টিশীল যোগ্যতায় শীর্ষ স্থানে অবস্থান করছে। অ্যাপলের সর্বাত্মক প্রচেষ্টায় সার্থকতার সঙ্গে রিমকে পেচনে ফেলে চতুর্থ স্থানে চলে এসেছে।

অ্যাপলইনসাইডার সূত্র মতে, এ মুহূর্তে দ্য হোয়াইট ফ্রুট-থিমড ফোন নির্মাতা অ্যাপল বিশ্বের স্মার্টফোন বিক্রির চতুর্থ স্থানে পৌঁছে গেছে। এ বছরের শেষভাগে অ্যাপল আরও একধাপ এগিয়ে আসতে পারে বলে গবেষণা সূত্র ধারণা করছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির হিসাব মতে, এ মুহূর্তে নকিয়া আছে প্রথম স্থানে। গতবারের মতো এবারও প্রথম স্থানে থাকলেও নকিয়ার বাণিজ্যিক প্রবৃদ্ধি এবার কিছুটা কমেছে। স্যামসাং আছে দ্বিতীয় স্থানে। গত বছরের তুলনায় স্যামসাংয়ের বাণিজ্যিক লাভ বেড়েছে ১৮.৬ ভাগ। তৃতীয় স্থানে আছে এলজি।

উল্লেখ্য, স্থান উন্নয়নের ফলে অ্যাপল চলে এসেছে চতুর্থ স্থানে। প্রতিবারের মতো এবারও প্রতীয়মান, অ্যাপল অবিশ্বাস্যভাবে ৯০.৫ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

মজার তথ্য হচ্ছে, অ্যাপল গত চার বছরে নতুন ৪টি মডেলের আইফোন উন্মুক্ত করেছে। আর কৃতিত্বও অর্জন করছে। আইফোনের সিরিজ চারটি মডেল হচ্ছে আইফোন টুজি, থ্রিজি, থ্রিজিএস এবং সবশেষ আইফোন ফোর।

বাংলাদেশ স্থানীয় সময় ২১১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।