ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়ালটনের অ্যানড্রইড স্মার্টফোন প্রিমো

মনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২
ওয়ালটনের অ্যানড্রইড স্মার্টফোন প্রিমো

ঢাকা: ওয়ালটন বাজারে নিয়ে এলো আকষর্ণীয় ফিচারের অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রিমো। বাজারে বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ওয়ালটনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনই সেরা।

কাঙ্ক্ষিত সব ফিচারই আছে এই স্মার্টফোনে। দামও খুব সাশ্রয়ী। তাই ক্রেতাদের মধ্যে এটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

অ্যান্ড্রয়েড ২.৩.৬ জিনজারব্রেড ভার্সন সমর্থিত আকর্ষণীয় স্মার্টফোনটি এরই মধ্যেই ওয়ালটনের সব শো-রুমে পাওয়া যাচ্ছে।  

সাধারণ গ্রাহকদের  ক্রয় ক্ষমতার কথা চিন্তা করেই এই হ্যান্ডসেট তৈরি করা হয়েছে। মূল্য মাত্র ৭ হাজার ৪ শত ৯০ টাকা। বাজারের অন্যান্য স্মার্টফোনের চেয়ে এর দাম অনেক কম।

এতে আছে তৃতীয় প্রজন্মের সুবিধা সম্বলিত থ্রিজিসহ আকর্ষণীয় সব ফিচার। একসাথে ব্যবহার করা যায় দুটি সিমকার্ড।

অ্যান্ড্রয়েড প্রিমো’র এক ব্যবহারকারী জানিয়েছেন, এটি উন্নতমানের একটি স্মার্টফোন যার অপারেটিং সিস্টেম খুবই সহজ। মানসম্পন্ন দেশি স্মার্টফোন থাকতে আমরা বিদেশি পণ্য কিনতে চাই না। কারণ মানসম্পন্ন দেশি পণ্যের ব্যবহার দেশের শিল্প বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এটি বিদেশি কোম্পানির বহুল প্রচলিত স্মার্টফোনগুলোর সমমানের মোবাইল সেট।

ওয়ালটন অ্যান্ড্রয়েড প্রিমো’র বৈশিষ্ট :

সিমঃ দু’টি সিম একসাথে সচল (WCDMA+GSM), সিডিএমএ অথবা জিএসএম এর যে কোনো দু’টি সিম ব্যবহার করা যায়।
ডাটা সার্ভিসঃ HSPA+, 3G, EDGE, GPRS
চিপসেটঃ Qualcomm Snapdragon ১ গিগাহার্টজ প্রসেস‍র, Adreno 200 (GPU)
মেমোরিঃ রমঃ ৫১২ মেগাবাইট, র‍্যামঃ  ৫১২ মেগাবাইট,
অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ২.৩.৬ ( জিনজারব্রেড )
ওজনঃ ১১৬। ২৫ গ্রাম
Dimension: 118* 61.5*12.1mm
ডিসপ্লেঃ ৩.৫ ইঞ্চি, TFT, Capacitive touch, HVGA (320*480 Pixels), 262k Colors
ক্যামেরাঃ ২ মেগাপিক্সেল ক্যামেরা
মাল্টিমিডিয়াঃ Full Multimedia, 3.5MM STEREO AUDIO JACK
রেডিওঃ এফএম রেডিও
মেমোরি কার্ড: ফ্রি ৪ জিবি মাইক্রো কার্ড, (৩২ গিগাবাইট পর্যন্ত সমর্থনযোগ্য).
সেবাঃ GPS, Wi-Fi 802.11 a/b/g/n, WLAN, Hotspot, MMS
ব্লু টুথঃ Bluetooth V4.0 + HS, EDR, A2DP
সেন্সরসঃ Light sensor, Proximity sensor, Motion sensor, Gravity sensor
অ্যাপ্লিকেশনঃ Facebook, Angry bird, Cut the rope, Tom loves Angela, Kingsoft Office, Adobe Reader, Touch Pal keyboard etc
ব্যাটারিঃ Li-ion 1420 mAh

‍এছাড়াও নতুন সেটের সাথে পাওয়া যায় একটি সাদা, কালো অথবা হলুদ রঙের মোবাইল কভার ।
এবং একটি ৪ জিবি মাইক্রো কার্ড

ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আশরাফুল আলম বলেন, ``ওয়ালটনের স্মার্টফোন ‘অ্যান্ড্রয়েড প্রিমো’ ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে। আমরা আগামীতে আরও সাশ্রয়ী মুল্যে উন্নতমানের মোবাইল ফোন হ্যান্ডসেট তৈরি করবো, যা সব শ্রেণীর ক্রেতা ব্যবহারকারীর ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। `` 

তিনি বলেন, ``মানুষ ভালোমানের দেশি পণ্য পেলে সাদরে গ্রহণ করবে। গত কিছুদিনে ওয়ালটন মোবাইল হ্যান্ডসেটের ব্যাপক মান্নোনয়ন ঘটেছে। বৈচিত্রময় অনেক ডিজাইন ও মডেল বাজারে এসেছে। আগামীতে ওয়ালটনের নতুন নতুন  ডিজাইন আসবে সেগুলোও ক্রেতাদের রুচির খোরাক ও চাহিদা পূরণ করবে। `` 

তরুণ শিল্প-উদ্যোক্তা আশরাফুল আলম আরও বলেন, ``ক্রেতা ব্যবহারকারীর চাহিদা, রুচি ও ধাবমান প্রযুক্তির সঙ্গে সঙ্গতি রেখে ওয়ালটন যুগোপযোগী পণ্য তৈরি করছে। ধারাবাহিক গবেষণার মাধ্যমে পণ্য মানোন্নয়নে ওয়ালটনের এই প্রচেষ্টা নিরবিচ্ছিন্ন। ওয়ালটনের মোবাইল হ্যান্ডসেটের বাজার সম্প্রসারণ ও আরো জনপ্রিয় করতে ওয়ালটন ব্যাপক পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র বাণিজ্যিক কারণেই ওয়ালটনের জন্ম নয়, ওয়ালটনের জন্ম হয়েছে দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে উর্ধ্বে তুলে ধরার জন্য। ``

ওয়ালটনের অতিরিক্ত পরিচালক উদয় হাকিম বলেন, ``ওয়ালটনের স্মার্টফোন ‘অ্যান্ড্রয়েড প্রিমো’অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাজারে এসেছে।   এই মোবাইল সেটটির ব্যাপারে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। ওয়ালটনের অন্যান্য মোবাইল সেটের চেয়ে এটি অনেক বেশি বিক্রি হয়েছে । এটি দামে তুলনামূলক কম অথচ মানসম্পন্ন । এর অপারেটিং খুবই সহজ কারণ সেটটি বাংলাদেশে ডিজাইন করা। ``

তিনি আরও বলেন, ``ওয়ালটনের ফ্রিজ, ফ্রিজার, এলসিডি, এলইডি টিভি, মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার ও মোবাইল ফোন হ্যান্ডসেট এখন দেশের প্রতিটি ঘরে ঘরে। মানুষের আস্থা অর্জন করে মেইড বাংলাদেশ লেখা ওয়ালটন পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে ও  সমান জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে। ওয়ালটন পণ্য এখন শুধুমা বাণিজ্যিক পণ্যের  ব্র্যান্ড   নয়, এটি দেশি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। ``

সময় ১২৩৬ ঘণ্টা, আক্টোবর ২৯, ২০১২
এমআইআর/সম্পাদনা: আহমেদ রাজু, চিফ অব করেসপন্ডেন্টস; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।