ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাতিসংঘে যাচ্ছে ‘আকাশ’ ট্যাবলেট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১২
জাতিসংঘে যাচ্ছে ‘আকাশ’ ট্যাবলেট

ভারত সরকারের সবচেয়ে প্রত্যাশার, তুলনামূলক সাশ্রয়ী মূল্যের এবং বিতর্কিত সেই আকাশ ট্যাবলেট প্রদর্শিত হতে যাচ্ছে জাতিজংঘে। এ মাসের ২৮ তারিখ প্রদর্শনের দিন ঠিক হয়েছে।

সুত্র মতে, সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ট্যাবলেট কম্পিউটার প্রস্ততে ভারত সক্ষমতা অর্জন করেছে যা বিশ্বের সামনে লক্ষ্যণীয় করতেই এমন পদক্ষেপ।  

জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি হারদীপ সিং পুরি জানিয়েছে, আগামী ২৮ নভেম্বর ট্যাবলেট পণ্য প্রদর্শন করা হবে। বিশ্ব পরিমন্ডলের প্রধান এই কার্যালয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি-মুন।

সম্প্রতি ভারতের সভাপতিত্বে কাউন্সিলের মাসিক বিষয়বস্তু পরিকল্পনার এক সংবাদ সম্মেলনে পুরি বলেন, ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের কাছে আকাশ ট্যাবলেট পুরোপুরি সাশ্রয়ী পণ্য বলে বিবেচিত হয়েছে। বর্তমানে এই প্রকল্প কার্যক্রমের প্রধান উদ্দেশ্য যে সময় ইউএন পরিভাষায় ‘ফ্রুগ্যাল ইনোভেশন’ বা মিতব্যয়ী পণ্য হিসেবে বিবেচিত হবে তখনই এটা তুলনীয় সাশ্রয়ী মূল্যের উদ্ভাবন হবে। এরপরে পিটিআই’কে পুরি জানান, ইউএন এর সম্মতিতে আয়োজিত এ ইভেন্টে বিশ্বের অন্যান্য রাজ্যের সদস্যরা এবং মিডিয়া সংশ্লিষ্টরা আমন্ত্রিত থাকবেন।

দর্শক সম্মুখে আকাশ ট্যাবলেট উপস্থাপন করবে তুলি। যিনি গত বছরের অক্টোবরে ভারত সরকারের ভর্তুকি সহায়তায় তৈরি শিক্ষার্থীদের জন্য সহজলভ্য পণ্যটি চালু করে। ইভেন্ট পরিকল্পনার অন্য বিষয়গুলোর মধ্যে আছে আগত সদস্যদের মাঝে আকাশ ট্যাবলেট বিতরণ করা।

উল্লেখ্য, ডাটাউইন্ড ২০১০ সালে ৪৯ ডলারে ১ লাখ আকাশ ট্যাবলেট তৈরির টেন্ডার জিতেছিল। সেই সময় উদ্ভাবনটি বেশ বিতর্কের মধ্যে চলছিল ফলে রাজস্থানের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলোজি ডাটাউইন্ডকে পণ্য প্রস্ততে নাকোচ করে।

আকাশ ট্যাবলেটের নতুন ভার্সন যাতে ১ গিগাহার্টজ প্রসেসর, ৪ ঘন্টার ব্যাটারি টাইম, উন্নতমানের পর্দা এবং অ্যান্ড্রুয়েড ৪.০ অপারেটিং সিস্টেম আছে। সুত্র মতে, এটি ১১ নভেম্বর ইন্ডিয়ায় প্রকাশ হতে পারে।
এছাড়া নভেম্বরের ২৬ তারিখে ইউএন কার্যালয়ে পণ্য প্রদর্শনের এ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে ভারত।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘন্টা, ০৬ নভেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।