ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদের বাজারে মোবাইল ফোনের সরব উপস্থিতি

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
ঈদের বাজারে মোবাইল ফোনের সরব উপস্থিতি

ঈদ আসন্ন। তবে এবারের ঈদে পোশাক কেনাকাটায় ভিড় ততটা না থাকলেও মোবাইল ফোনের বাজার কিন্তু বেশ সরগরম।

স্বল্পদামের ডুয়্যাল সিমযুক্ত মোবাইল ফোনের প্রতি বাড়তি ঝোঁক লক্ষ করা যাচ্ছে। ঢাকার বিভিন্ন শপিং মলের মোবাইল ফোন বিক্রেতারা এ তথ্য জানিয়েছেন।

এ মূহুর্তে টাচযুক্ত মোবাইল ফোনের জনপ্রিয়তা তুঙ্গে। টাচফোনের এ ধারায় টেকনো ব্র্যান্ড দেশের মোবাইল ফোনের বাজারে নিয়ে এসেছে টি৯ মডেলের হ্যান্ডসেট।

মূল পর্দা ৩ ইঞ্চি টাচস্ক্রিন বিশিষ্ট। বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে ডুয়্যাল সিম স্ট্যান্ডবাই, উচ্চমানের টিএফটি স্ক্রিন, ফ্যাশযুক্ত ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ডিজিটাল জুম, এমপিথ্রি প্লেয়ার, এমপিফোর, এফএম রেডিও, ২.০ ওয়্যাপ সুবিধা, টি ফ্যাশ কার্ড, সোশ্যাল নেটওয়ার্কে (ইয়াহু, স্কাইপি, এমএসএন) ব্যবহারের সুবিধা অন্যতম।

আরও আছে ইবুক রিডার, নোটপ্যাড এবং মোশন সেন্সর সুবিধা। এ মূহুর্তে দাম ৬ হাজার ৯০০ টাকা। অনুসন্ধানে: এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড। হ্যালো : ০১৯৭ ৩৪৩৮৮৮০।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫২, নভেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।