ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশিদের ফ্রিল্যান্সার ডটকম ডটবিড

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২
বাংলাদেশিদের ফ্রিল্যান্সার ডটকম ডটবিড

বিখ্যাত আউটসোর্সিং ও ক্লাউডসোর্সিং মার্কেট প্লেস ফ্রিল্যান্সার ডটকম ডটবিডিতে শুধু বাংলাদেশিদের কাজের সুবিধার্থে তৈরি করেছে বিশেষ ওয়েবসাইট।

এ সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রিল্যান্সার ডটকমের সহ-সভাপতি ডেভিড ক্যারিসন।

বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ সাইটের উদ্বোধন করেন। এ সময় ডেভিড ফ্রিল্যান্সার ডটকম কিভাবে কাজ করছে তার ওপর আলোকপাত করেন। এ ছাড়া ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ফ্রিল্যান্সারদের সম্মেলনে যোগদানের জন্যও তিনি আগ্রহীদের আহ্বান জানান।

এ অনুষ্ঠানে সফল ফ্রিল্যান্সার আলি আজগর ও মিস মারজান আহমেদ তাদের সফলতার বর্ণনা এবং কিভাবে তারা ফ্রিল্যান্সার ডটকমের মাধ্যমে অর্থ উপার্জন করছেন তার বিবরণ তুলে ধরেন।

প্রসঙ্গত, আলি আজগর বর্তমানে ফ্রিল্যান্সার ডটকমের সোশ্যাল নেটওয়ার্কিং এবং ইন্টারনেট মার্কেটিংয়ের শীর্ষস্থানীয় দক্ষ ব্যক্তিদের একজন এবং ২০১২ সালে তিনি ‘বেসিস ফ্রিল্যান্সার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করেন।

বাংলাদেশি ফ্রিল্যান্সাররা (www.freelancer.com.bd) এ সাইটের মাধমে অর্থ উপার্জন করতে পারবেন বলে বক্তারা জানান।

বাংলাদেশ সময় ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।