ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি সেরা প্রতিভা এখন…

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
রবি সেরা প্রতিভা এখন…

ঢাকা বিভাগের অডিশনের মাধ্যমে রবি সেরা প্রতিভা অন্বেষণ কর্মসূচির প্রাথমিক বাছাই শেষ হয়েছে। প্রসঙ্গত, ২২ নভেম্বর খুলনা থেকে বিভাগীয় অডিশন শুরু হয়।



দেশব্যাপী এ অডিশন থেকে প্রাথমিকভাবে ৩০ জনকে নির্বাচিত করা হয়। তাদের নিয়ে ৯ ডিসেম্বর রবিবার থেকে ঢাকায় গ্রুমিং সেশন। এরই মধ্যে খুলনা ছাড়াও রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর বিভাগে অডিশন হয়েছে।

শেরে বাংলা নগর মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চবিদ্যালয়ে অডিশন রাউন্ডে কয়েকশ প্রতিযোগী অংশ নেন। এখানে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রাথমিক বাছাই চলে। এ অংশে মনোনীতদের অডিশন নেন ফুয়াদ নিজে। পরে সন্ধ্যায় স্কুল মাঠে কনসার্টে গান করে ফুয়াদ ও তার দল।

অডিশন থেকে সব মিলিয়ে ৩০ জনকে নির্বাচিত করা হয়। এদের মধ্য থেকে ফুয়াদ সরাসরি অডিশন নিয়ে নির্বাচিত করেন ২০ জনকে। বাকি ১০ জনের মধ্যে ২ জন অনলাইন অডিশনে, ৪ জন মোবাইলে এবং ৪ জন ৩৩৩৩ নম্বরে কল করে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত করেন ফুয়াদ।

প্রসঙ্গত, ৭ ডিসেম্বর শুক্রবার রাতে অনলাইন, ফেসবুক ও ৩৩৩৩ নম্বরে অডিশন দেওয়া বন্ধ করা হয়। এরই মধ্যে সরাসরি অডিশনও শেষ হয়েছে।

তারুণ্যকে ধারণ করে রবি সামনে এগিয়ে যেতে চায়। এ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা তরুণ সঙ্গীত প্রতিভাদের গাইবার সুযোগ করে দেওয়া এবং সংস্কৃতির বিকাশের সঙ্গে থাকতে রবি এ আয়োজন করে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে বাছাই করা শিল্পীরা পরে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবেন। এখান থেকে নির্বাচিতরা এ সময়ের জনপ্রিয় শিল্পী ও মিউজিক কম্পোজার ফুয়াদের পরবর্তী অ্যালবামে তার সঙ্গে গান গাওয়ার সুযোগ পাবেন। তবে এ প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত।

বাংলাদেশ সময় ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।