ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এনবিআর-বেসিস মতবিনিময়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১২
এনবিআর-বেসিস মতবিনিময়

দেশীয় সফটওয়্যার ব্যবহারের প্রতি আগ্রহ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহায়তা কামনা করছে বেসিস। এ উদ্দেশ্যে গতকাল বিকালে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে বেসিস নেতারা।



সাক্ষাতকালে বেসিস নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাদের মধ্যে দেশীয় সফটওয়্যারের ব্যবহার বাড়ানো প্রসঙ্গে এনবিআরের সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এছাড়া এনবিআর ডিজিটাইজেশনে বেসিসের পক্ষ থেকে সাধ্যমত সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বেসিস সভাপতি ফাহিম মাশরুর, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক নাভিদুল হক এবং বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, ডিসেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।