ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুভ জন্মদিন ব্লগ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
শুভ জন্মদিন ব্লগ!

ঢাকা: নিজের মতামত প্রকাশের অবাধ এক মাধ্যম ব্লগ। সোমবার (১৭ ডিসেম্বর) ব্লগের শুভ জন্মদিন।



১৫ বছর আগে ১৭ ডিসেম্বর শুরু হয়েছিল ব্লগ শব্দটির। এদিন জর্ন বার্জার নামের এক ব্যক্তি প্রথম ব্যবহার করেন ব্লগ শব্দটি।

ওই মার্কিনি তার নিজের ওয়েবসাইট ‘রবার্ট উইজডম’-এর সম্পাদক ছিলেন। উইজডম ওয়েবসাইটটিতে নিজস্ব নিবন্ধ লিখতেন তিনি।

এরপর ১৯৯৯ সালে পিটার মেরলহোজ নামের আরেক ব্যক্তি ব্লগ শব্দটি ব্যবহার করেন। তিনি ব্লগ শব্দটিকে দিখণ্ডিত করে লিখেন উই ব্লগ (we blog)।

এ চলতি বছরের শুরুর হিসাব অনুযায়ী, ইন্টারনেটে ব্লগের সংখ্যা সাড়ে ১৬ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে। শুধু দৈনন্দিন কর্মকাণ্ড তুলে ধরাই নয়, ব্লগ আজ তার নিজস্ব গণ্ডি প্রসারিত করেছে।

সামাজিক পরিবর্তনে রাখছে ভূমিকা। সম্প্রতি আরব বসন্তে বিশাল অবদান রয়েছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমটির।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।