ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল প্রদর্শনীতে মূল্যছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
ডিজিটাল প্রদর্শনীতে মূল্যছাড়

ঢাকায় এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্ল্যান সেন্টারে ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২’ শীর্ষক প্রদর্শনী। বিখ্যাত ব্র্যান্ডগুলো পণ্য নিয়ে এতে অংশগ্রহণ করছে।



মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির আয়োজনে এ প্রদর্শনীর অন্যতম সিলভার স্পন্সর আসুস। এতে আসুস সব ল্যাপটপ এবং ই-পিসি নেটবুকে উপহার হিসেবে থাকছে আকর্ষণীয় জ্যাকেট।

এডেটা পণ্যের সঙ্গে আছে চাবির রিঙ। এ ছাড়া প্রদর্শনীতে আসুসের অন্য সব পণ্য, ভিভিটেক প্রজেক্টর, ব্রাদার প্রিন্টার, এলজি মনিটর, ডেল ব্র্যান্ডের পণ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, ৬ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।