ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস প্রদর্শনীতে স্মার্ট অফার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
বিসিএস প্রদর্শনীতে স্মার্ট অফার

ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র বিসিএস আইসিটি ওয়ার্ল্ড প্রদর্শনী শুরু হয়েছে। এতে বিভিন্ন পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় আর উপহার ঘোষণা করেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।



এর মধ্যে তোশিবা ব্রান্ডের অধিকাংশ মডেলের ল্যাপটপের সঙ্গেই উপহার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় টাচ মোবাইল হ্যান্ডসেট, এইচপি ব্র্যান্ডের প্রতিটি ল্যাপটপে সঙ্গে একটি করে জ্যাকেট এবং নির্দিষ্ট কিছু মডেলের ল্যাপটপের সঙ্গে ইঙ্কজেট প্রিন্টার।

এ ছাড়াও স্যামসাং ব্রান্ডের প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি ২০১৩। স্যামসাং প্রিন্টারের স্ক্র্যাচ কার্ডে নিশ্চিত পুরষ্কারে আছে জ্যাকেট, মোবাইল হ্যান্ডসেট, গ্যালাক্সি এসথ্রি, হেলিকপ্টার রাইড, নোটবুক এবং নেটবুক।

এদিকে শুধু ‘এমএল-১৮৬৬ডব্লিউ’ মডেলের স্যামসাং প্রিন্টারের সঙ্গে স্ক্র্যাচকার্ডের সঙ্গে নিশ্চিত পুরষ্কার হিসেবে পাওয়া যাবে স্যামসাং ই-১২০৫টি মডেলের স্যামসাং মোবাইল ফোন।

বাংলাদেশ সময় ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।