ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুক্রবারের বিসিএস ডিজিটাল এক্সপো

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১২
শুক্রবারের বিসিএস ডিজিটাল এক্সপো

ছুটির দিনগুলোয় বরাবরই মেলা প্রাঙ্গনের চেহারা অন্য সব দিনের থেকে আলাদা হয়ে থাকে। এ দিন সব বয়সীদের সময়ের সুযোগ থাকায় মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়ে মেলার বাড়তি শোভাবর্ধন করে।

আয়োজকরাও দর্শনার্থীদের সময় সুবিধার কথা বিবেচনা করে এসব দিনে আয়োজনের ব্যবস্থা বেশি রাখে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ৫ দিনব্যাপী তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী। ২৫ ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনীর চতুর্থ দিন শুক্রবার থাকায় দিনভর ডিজিটাল প্রেমীদের আগমনে মেলাপ্রাঙ্গন আনন্দে মুখরিত ছিল।

নতুন বছরে পদার্পণের বিশেষ মুহূর্তে এমন আয়োজন যে লক্ষ্যেই অনেকেই তথ্যপ্রযুক্তির এ প্রদর্শনীকে বেছে নিয়েছে। এ মুহূর্তে অনেকরই চাওয়া পছন্দের কাউকে প্রযুক্তিভিত্তিক কিছু একটা দেওয়া। সেই সাথে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর আছে লোভনীয় অফার। ফলে উভয়েরই অর্থাৎ গ্রাহক ও পণ্য পসারীদের লক্ষ্যসাধন হচ্ছে। অংশগ্রহণকারীদের এমনই মন্তব্য।

উল্লেখ্য, এ দিন বেলা ১১ টায় ই-লার্নিয়ের লক্ষ্য ও মেরিটাইম শিক্ষায় প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সঞ্চালনা করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। প্রধান অতিথি ছিলেন প্রৌকশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম। বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড.সাজিদ হোসেন মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া সেমিনারে বক্তাদের মধ্যে ছিলেন লয়েডস রেজিস্ট্রার এশিয়া, ঢাকার কান্ট্রি ম্যানেজার মোহম্মদ আবদুল্লাহ আই বশির, বিসিএস সহ-সভাপতি মঈনুল ইসলাম এবং পরিচালক মুজিবুর রহমান স্বপন।

বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা। প্রধান অতিথি ও বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট চিত্রকর হাশেম খান। আরো উপস্থিত ছিলেন বিসিসি এর কার্যনির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, ডিসিসিআই এর প্রেসিডেন্ট সবুর খান। বিসিএস সভাপতি ফয়েজউল্যাহ খান।

ডিজিটাল শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় বিকাল ৪ টায়। সন্ধ্যায় বিসিএস, বিজনেস ল্যান্ড, আসুস, প্রিয় ডট কমের সৌজনে এবং তরুণ দর্শনার্থীদের অংশগ্রহণে ৪ টি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া জমজামাট পরিবেশে চলে সেলিব্রেটি শো।

শিশুরা চিত্রাঙ্কান, ডিজিটাল চিত্রাঙ্কনে অংশ নেওয়ার পাশাপাশি তাদের গেমিং জোনও মাতিয়ে রেখেছিল।  

প্রদর্শনীতে চলছে এক্সক্লুসিভ ওয়েব ফেয়ার। আকর্ষনীয় অফার থাকায় এখানেও প্রচন্ড ভিড় জমাচ্ছে আগতরা। শেষ মুহূর্তে ওয়েব ফেয়ারে অংশনিতে আগ্রহীদের এ  www.bcsictworld.com.bd লগইন করতে হবে। এছাড়া কিউবির সৌজন্যে চতুর্থ প্রজন্মের ফ্রি ইন্টারনেট ব্যবস্থা থাকায় ওয়াইফাইয়ে মেতে থাকছে ইন্টারনেটের আসক্তরা।  
 
বিসিএস ডিজিটাল এক্সপো ২০১২’র পর্দা নামবে ২৯ ডিসেম্বর রাত ৮ টায়।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘন্টা, ২৯ ডিসেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।