ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোল্ডেন জয়স্টিক ভিডিও গেম অ্যাওয়ার্ড ঘোষণা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
গোল্ডেন জয়স্টিক ভিডিও গেম অ্যাওয়ার্ড ঘোষণা

বিশ্বের সুপরিচিত ভিডিও গেম অ্যাওয়ার্ড ‘গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন বিভাগে বিশ্বের খ্যাতনামা গেমগুলোকে পুরস্কৃত করা হয়েছে।

এতে আল্টিমেট গেম অব দি ইয়ার অ্যাওয়ার্ড পেয়ে ভিডিও গেম রাজ্যের শীর্ষ স্থান দখল করে ‘মাস ইফেক্ট টু’।

উল্লেখ্য, গত এক বছরের জনপ্রিয়তার ভিত্তিতে মোট ১৬টি ভিডিও গেম ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০০৯ সালের মে মাস থেকে এ বছরের মে পর্যন্ত এসময়ের মধ্যে বিশ্বনন্দিত ভিডিও গেমগুলোকে এবার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

এ গেমগুলো ছাড়াও ওয়াট টু ওয়ার্চ অ্যাওয়ার্ড পেয়েছে কল অব ডিউটি: ব্ল্যাক অপস এবং ইউকে ডেভলোপার অব দি ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে জাজেক্স।

উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে এ ভিডিও গেম অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের ১৫ লাখ গেমারের ভোটের মাধ্যমে এবারের অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১০, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।