ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫ জানুয়ারি ই-কমার্স সপ্তাহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৩
৫ জানুয়ারি ই-কমার্স সপ্তাহ শুরু

ঢাকা: অনলাইন সেবা সব জায়গায় ছড়িয়ে দিতে রাজধানীতে ৫ জানুয়ারি শুরু হচ্ছে ই-কমার্স সপ্তাহ। ই-কমার্স কার্যক্রমের সঙ্গে জড়িত তথ্য প্রযুক্তির ১৫টি প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথভাবে এ সপ্তাহ পালন করা হচ্ছে।

এদিন সকাল ১০টায়  ‍গুলশান-২ এর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

ই-কমার্স সপ্তাহ উপলক্ষে গোলটেবিল বৈঠক, কারিগরি সেমিনারের আয়োজন করা হয়েছে।

বুধবার দুপুরে কাওরানবাজারস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বেসিস ও বাংলাদেশ ব্যাংক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক দাস গুপ্ত অসিম কুমার, মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর, বেসিস সভাপতি একেএম ফাহিম মাসরুর ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নাজনীন সুলতানা বলেন, “আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা আশা করছি, নির্দিষ্ট সময়ের আগেই আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। ”

তিনি বলেন, “বর্তমানে দেশে ৪৭টি ব্যাংকের মধ্যে ৪৬টি ব্যাংকে মোবাইল ব্যাংকিং সেবার অনুমোদন দেওয়া হয়েছে। ১৪টি ব্যাংক এরইমধ্যে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে দেশ অনেক এগিয়ে গেছে। তবে তেমন কোনো প্রচার নেই। ”

এসময় জানানো হয়, দেশে ৪৬ লাখ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছে। এছাড়া অনলাইন ব্যাংকিং করে থাকেন প্রায় ২০ লাখ গ্রাহক।

বেসিসের সিনিয়র সভাপতি শামীম আহসান বলেন, “ই-কমার্সের প্রধান ‍ উদ্দেশ্য হচ্ছে, জনসাধারণকে অনলাইনে কেনাকাটার ব্যাপারে উৎসাহিত করা। ব্যবসায়ীদের ই-কমার্স কার্যক্রমে অধিকতর ‍অংশগ্রহণ নিশ্চিত করা। ”

এবারের ই-কমার্স সপ্তাহের মূল প্রতিপাদ্য, অনলাইনে কেনাকাটা করুন, যেকোনো কিছু যেকোনো সময়ে।

এ আয়োজনের ‍পার্টনার থাকছে বিকাশ, পেজা, অসকম, সূর্যমুখী, এখনিডটকম, রকমারিডটকম, আজকেরডিলডটকম।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩
ইউএম/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।