ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সামাজিক নেটওয়ার্ক সাইট তৈরি করছে না গুগল

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
সামাজিক নেটওয়ার্ক সাইট তৈরি করছে না গুগল

মাইস্পেস এবং ফেসবুকের মতো নির্দিষ্ট কোনো সামাজিক নেটওয়ার্ক সাইট তৈরি করছে না গুগল। তবে বেশকিছু সামাজিক অ্যাপলিকেশন তৈরির সম্ভাবনা আছে।

গুগলের মোবাইল পণ্য ব্যবস্থাপনা পরিচালক হুগো বারা ১১ নভেম্বর মোনাকো মিডিয়া ফোরামের আয়োজিত সভায় এ তথ্য জানান।

উল্লেখ্য, এ বছরের প্রথমদিকে সামাজিক সংবাদমাধ্যম ‘ডিগ’ এর প্রতিষ্ঠাতা কেভিন রোজ গুজব ছড়ান গুগল ফেসবুকের প্রতিদ্বন্দ্বিতায় ‘গুগল মি’ নামে সামাজিক নেটওয়ার্ক সাইট তৈরির পরিকল্পনা করেছে।

এ সামাজিক সাইট নিয়ে তারা এরই মধ্যে অনেকটা কাজ শেষও করে ফেলেছেন। তবে শেষ পর্যন্ত এ গুজব মিথ্যা বলা জানালেন হুগো। তিনি উল্লেখ করেন, এ মুহূর্তে গুগল সামাজিক অ্যাপলিকেশন তৈরিতে কাজ করছে। সামাজিক সাইট তৈরিতে নয়।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৩৫, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।