ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে স্মার্টফোন প্রদর্শনীর প্রস্তুতি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩
দেশে স্মার্টফোন প্রদর্শনীর প্রস্তুতি

দেশে স্মার্টফোন নিয়ে প্রথমবারের মতো প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন। তিন দিনব্যাপী এ স্মার্টফোন প্রদর্শনীর নলেজ পার্টনার হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) চুক্তি সই করেছে।

 

প্রসঙ্গত, এ ছাড়াও মেকার কমিউনিকেশনের উদ্যোগে অনুষ্ঠেয় ল্যাপটপ প্রদর্শনী (২৭ ফেব্র“য়ারি-২ মার্চ), ইন্টারনেট এক্সপো (২২-২৫ ফেব্র“য়ারি), উইমেন লাইফস্টাইল এক্সপোসহ (৫-৯ মার্চ) সব ধরনের আয়োজনে নলেজ পার্টনার হিসেবে কাজ করবে বিডিওএসএন।

এ বিষয়ে মেকার কার্যালয়ে বিডিওএসএনের সঙ্গে চুক্তি সই হয়েছে। বিডিওএসএনের যুগ্ম সম্পাদক জাবেদ মোর্শেদ চৌধুরী এবং মেকার কমিউনিকেশনের স্ট্র্যাটিজিক প্ল্যানার মুহম্মদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তি সই করেন।

এ সময়ে বিডিওএসএনের কোষাধ্যক্ষ ও সমন্বয়ক (জনসংযোগ) নুরুন্নবী চৌধুরী হাছিব, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, মেকার কমিউনিকেশনের হেড অব অপারেশন নাহিদ হোসেন এবং বিডিওএসএনের অফিস সহযোগী আইয়ুব সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।