ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী চলছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী চলছে

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী চলছে। ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়।

আয়োজক সূত্র জানিয়েছে, এবারের প্রদর্শনীতে চট্টগ্রাম শিা বোর্ড, জেলা প্রশাসন, ব্যাংক, মোবাইল ফোন কোম্পানি, রেলওয়ে, কাস্টমস, কর অফিসসহ ২৯টি সরকারি ও ১৯টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনীতে তাদের তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা কার্যক্রম তুলে ধরছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীতে প্রবেশের সুযোগ থাকছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১১৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।