ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সনির পানিরোধক স্মার্টফোন

হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩
সনির পানিরোধক স্মার্টফোন

চলতি সিইএস ২০১৩ তে নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন নিয়ে উপস্থিত হয়েছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি।   সম্পূর্ণ ধুলাবালি ও পানি প্রতিরোধক এ ফোনের নাম এক্সপেরইয়া জেড।



অ্যান্ড্রয়েড চালিত এ ফোনের বডিতে ধাতুর উপর বিশেষ ধরনের কাঁচ ব্যবহার করা হয়েছে, যার ফলে এতে পানি ঢোকার কোনো সুযোগ নেই। তুমুল বৃষ্টি বা গভীর পানিতেও ফোন থাকবে সম্পূর্ণ নিরাপদ। এমনকি ধূলাবালিও বসবে না ফোনের ওপর।

৫ ইঞ্চি স্ক্রিনের ফোনটিতে রয়েছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ১০৮০ পিক্সেল ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আরও আছে এনএফসি ও চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক। মোবাইলের চার্জ সংরক্ষণের জন্য এতে ব্যাটারি স্ট্যামিনা নামে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যার ফলে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আচরণ করবে ব্যাটারি। সনির নতুন টিভিগুলোর রিমোট কন্ট্রোল হিসেবেও একে ব্যবহার করা যাবে।

প্রদর্শনীতে জানানো হয়েছে, আগামী মাসেই বাজারে আসতে পারে সনির সর্বশেষ এ চমক।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।