ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে ডুয়্যাল সিম মোবাইল ফোনের সমারোহ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
ঈদে ডুয়্যাল সিম মোবাইল ফোনের সমারোহ

ঈদের আমেজ চারদিকে। কেনাকাটাও চলছে ঢিমেতালে।

তবে মোবাইল ফোনপ্রেমীদের ভিড় কিন্তু প্রতিটি শপিং মলেই চোখে পড়ছে। এ সুবাদে মোবাইল ফোন বিপণনকেন্দ্রগুলোও তাদের স্টল সাজিয়েছেন সুলভ মূল্যের মোবাইল ফোনগুলো দিয়ে।

একাধিক আধুনিক বৈশিষ্ট্যের বেশকিছু ব্র্যান্ডের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। এর মধ্যে আছে ম্যাক্সিমাস, কনকা এবং মাইফোন। আগ্রহী ক্রেতাদের একবার চোখ বুলিয়ে নিতে পারেন।

ডুয়্যাল সিমের ম্যাক্সিমাস সিরিজ
এ মুহূর্তে ম্যাক্সিমাস ব্র্যান্ডের বাজার জনপ্রিয়তার মডেলগুলোর মধ্যে আছে মোবাইল এম৭৩আই, এম৫৭ই, এম৩৮, এনএক্সপি২২০, এম২০, এম৩১, এম৩৪, এম৩৭ ছাড়াও একাধিক মডেল।
এসব মডেলের মোবাইল ফোনে একই সময় দুটি সিম সক্রিয় থাকে। প্রতিটি ফোনে পাওয়া যাবে ১ বছরের বিক্রয়োত্তর সেবা।

ম্যাক্সিমাস এম৭৩আই
এ মডেলে আছে অনেকগুলো মাল্টিমিডিয়া অ্যাপলিকেশন। যেমন ২.৬ ইঞ্চি ওয়াইড স্ক্রিন, ফুল টাচ অ্যান্ড স্ক্রলিং মেন্যু, ডুয়্যাল ক্যামেরা, এমপিথ্রি, এমপিফোর, এফএম রেডিও, পাওয়ারফুল টিভি সঙ্গে বিল্টইন অ্যান্টেনা, জিপিআরএস, ওয়্যাপ, জাভা এবং ব্লুটুথ। আরও থাকছে বিনামূল্যে ব্যাটারি, স্টেরিও হেডসেট, ডাটা কেবল এবং ২ গিগাবাইট মেমোরি কার্ড। ঈদ উপলক্ষে এম৭৩আই মডেলের দাম ৪ হাজার ৯৯৯ টাকা।

ম্যাক্সিমাস এম৫৭ই
এ মডেলটির অন্যতম সুবিধা হচ্ছে ওয়াইফাই ইন্টারনেট সেবা। এছাড়া অন্য সব বৈশিষ্ট্যের মধ্যে আছে ২.৪ ইঞ্চি কালার ডিসপ্লে, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি, এমপিথ্রি, এমপিফোর, এফএম রেডিও, এজ, জিপিআরএস,জাভা, ব্লুটুথ, ৮ গিগাবাইট মেমোরি কার্ডের সুবিধা, ১ গিগাবাইট ইন্টারনাল ফ্যাশ মেমোরি। ঈদ উপহার হিসেবে থাকছে একটি স্টেরিও হেডসেট, ডাটা কেবল এবং লেদার কভার। এ মুহূর্তে দাম ৪ হাজার ৯৯৯ টাকা।

ম্যাক্সিমাস এম৩৮
এ মডেল আছে একসঙ্গে দুটি ব্যাটারির সুবিধা। থাকছে ২.২ ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে, ডুয়্যাল ভিজিএ ক্যামেরা, এমপিথ্রি, এমপিফোর, এফএম রেডিও, জিপিআরএস, জাভা, ব্লুটুথ এবং ৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি সমর্থনযোগ্য। উপহার থাকছে বিনামূল্যে একটি স্টেরিও হেডসেট, ডাটা কেবল, স্পিকার ও ২ হাজার গেমের সিডি। এ মুহূর্তে দাম ৪ হাজার ২৯৯ টাকা।

ম্যাক্সিমাস এনএক্সপি২২০
এ মডেলের অন্যতম বৈশিষ্ট্য দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা। আরও আছে ফেসবুক, এমএসএন, গুগল, ২.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ১.৩ মেগাপিক্সেল ডুয়্যাল ক্যামেরা, এমপিথ্রি, এমপিফোর, এফএম রেডিও, ওয়েবক্যাম, ব্লুটুথ এবং ৪ গিগাবাইট মেমোরি কার্ড সমর্থন করে। উপহার থাকছে স্টেরিও হেডসেট, ডাটা কেবল এবং সফটওয়্যার সিডি। ম্যাক্সিমাস ব্র্যান্ডের এনএক্সপি২২০ মডেলের দাম ৩ হাজার ৯৭০ টাকা।

ডুয়্যাল সিমের কনকা সিরিজ
এ মুহুর্তে বাজারে আসা কনকার বিভিন্ন মডেলগুলো-ডব্লিউ৬১২, ডব্লিউ৫১২, ডি২৮৮, সি৩১০, সি১২২।
উল্লেখ্য মডেলগুলোতে দুটি সিম একই সময়ে সক্রিয়। নির্ধারিত বিক্রয়োত্তর সেবা ১ বছর।

কনকা ডব্লিউ৬১২
এ মডেলের মাল্টিমিডিয়া অ্যাপলিকেশনগুলোর মধ্যে আছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, এমপিথ্রি, এফএম রেডিও, ভিডিও রেকর্ডার, এমপিফোর, এভিআই, থ্রিজিপি, জাভা, এমএমএস, ফেসবুক, আনসারিং মেশিন, টুইটার, ইমেইল, অফিস পিডিএফ, ওয়েব ক্যাম, ব্লুটুথ, এক্সটার্নাল মেমোরি ৮ গিগাবাইট এবং ৩ হাজার ফোনবুক নিবন্ধনের সুবিধা। এ মুহূর্তে দাম ৪ হাজার ৯০০ টাকা।

কনকা ডব্লিউ৫১২
এ মডেলের বিশেষ বৈশিষ্ট্যেয় আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা, এমপিথ্রি, এমপিফোর প্লেয়ার, ভিডিও রেকর্ডার, ব্লুটুথ, এফএম রেডিও, ট্র্যাক প্যাড, জি সেন্সর, ইন্টারনেট পিসি মডেম, জাভা সাপোর্ট এবং ৮ গিগাবাইট এক্সটার্নাল সাপোর্ট। এ মুহূর্তে দাম ৪ হাজার ২০০ টাকা।

কনকা ডি২৮৮
এ মডেলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ডুয়্যাল মেমোরি কার্ড সাপোর্ট। এছাড়াও আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা, ভিডিও রেকর্ডার, এমপিথ্রি, এফএম রেডিও, এমপিফোর, এভিআই, থ্রিজিপি, ব্লুটুত, মোশন সেন্সর, ২.৪ ইঞ্চি ডিসপ্লে এবং ৮ গিগাবাইট মেমোরি সুবিধা, জাভা, ওয়্যাপ এবং জিপিআরএস সুবিধা। এ মুহূর্তে কনকা ডি২৮৮ মডেলের দাম ৩ হাজার ৬৫০ টাকা।

কনকা সি৩১০
এ মডেলটি ডুয়্যাল মেমোরি সমর্থিত। অন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে এমপিথ্রি, এমপিফোর, এফএম রেডিও, ব্লুটুথ, মোশন সেন্সর এবং ৮ গিগাবাইট মেমোরি সুবিধা, ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং সুবিধা। কনকা সি৩১০ সেটটির দাম ২ হাজার ৭৫০ টাকা।

ডুয়্যাল সিমের মাইফোন সিরিজ
এ মুহূর্তে বাজারে আসা মাইফোন মডেলগুলোর মধ্যে আছে পি৫০০, এম৭১, এমভি২ প্ল্যাস, এম৯০০টিভি, এম৯০০টিভি প্ল্যাস, এম৫২০, এম৬৭০, এম৯৯৯, এম৯৭৯ ছাড়াও একাধিক মডেল। এ মডেলগুলো ক্রয়ে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা। আর ক্রয়ের ১০ দিনের মধ্যে সমস্যা হলে রিপ্লেসমেন্ট সুবিধাও দেওয়া হচ্ছে।

মাইফোন পি৫০০
মাইফোন ব্র্যান্ডের পি৫০০ ব্র্যান্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এ মডেলে একসঙ্গে ৪টি সিম ব্যবহার উপযোগী। তবে একই সময়ে শুধু দুটি সিম সক্রিয় থাকবে। মাল্টিমিডিয়া অ্যাপলিকেশনের মধ্যে আছে এমপিথ্রি, এমপিফোর, ক্যামেরা। আরও আছে টর্চ লাইট, লাউড স্পীকার, টি ফ্যাশ কার্ড। এ হ্যান্ডসেটের বাজার দাম ২ হাজার ৮০০ টাকা।

মাইফোন এমভি২ প্ল্যাস
এ মডেলে একই সময় তিনটি সিম সক্রিয় থাকবে। এ সেটটিতে আছে এমপিথ্রি, এম-সেন্সর, এমপিফোর, ক্যামেরা, ব্লুটুথ, টর্চ লাইট, লাউড স্পীকার এবং টি-ফ্যাশ কার্ড। এ হ্যান্ডসেটের দাম ৩ হাজার ৫০০ টাকা।

মাইফোন এম৭১
এ হ্যান্ডসেটটি ব্যাটারি ছাড়াই অবিশ্বাস্যভাবে ৬০ ঘণ্টা সক্রিয় থাকবে। মাল্টিমিডিয়া সুবিধাগুলোর মধ্যে আছে এফএম রেডিও, এমপিথ্রি, দুটি ক্যামেরা, এমপিফোর, ব্লুটুথ। এছাড়াও আছে ফাস লাইট, ডুয়্যাল সিম, লাউড স্পীকার, জি সেন্সর এবং টি ফাস কার্ড। ২ হাজার ৫৭৫ টাকায় এ সেটটি ক্রয় করা যাবে।

মাইফোন এম৯০০টিভি
এ মডেলে ডুয়্যাল সিম ব্যবহারযোগ্য। এ সেটের অন্যতম বৈশিষ্ট্যে হচ্ছে টিভি সুবিধা। আরও আছে ডুুয়্যাল ক্যামেরা, এমপিথ্রি, এমপিফোর, ব্লুটুথ, লাউড স্পীকার, টি-ফ্যাম কার্ড, ফ্যাশ লাইট ও জি সেন্সর। এ মুহূর্তে দাম ৩ হাজার ৫০ টাকা।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১২, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।