ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০ কোটির বিক্রিতে গ্যালাক্সি ‘এস’ স্মার্টফোন

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩
১০ কোটির বিক্রিতে গ্যালাক্সি ‘এস’ স্মার্টফোন

২০১২ সাল স্যামসাংয়ের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। বছরজুড়েই স্যামসাংয়ের কপালে জুটেছে ভোক্তাদের প্রশংসা।

সঙ্গে মুনাফা তো আগের সব রেকর্ডই ছাড়িয়ে গেছে। ২০১০ সালে বাজারে আসা গ্যালাক্সি ‘এস’ মডেল এবারে ১০ কোটি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে সুদীঘ সময়ের দাপটে রাজত্বের পর আইফোনকে বাজার প্রতিযোগিতায় ধরাশায়ী করেছে স্যামসাং। প্রসঙ্গত, ২০১০ সালের জুন মাসে প্রথম বাজারে আসে গ্যালাক্সি সিরিজের এস স্মার্টফোন।

এরপর ২০১১ সালের এপ্রিলে গ্যালাক্সি এসটু বাজারে আসে। এরই মধ্যে এসটু মডেলের বিক্রি ৪ কোটি ছাড়িয়েছে। গত মে পর্যন্ত এসথ্রিও এ পরিমাণ বিক্রি ছাড়িয়েছে।

বৈশ্বিক ব্যবসায় স্যামসাংয়ের এ সরব উপস্থিতি ২০১৩ সালে এসে নতুন সমীকরণ আনতে পারে। তবে এ বছর গত বছরের সাফল্য ধরে রাখতে কঠিন বাজার প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে স্যামসাংকে।

গ্লোবাল কম্পিউটিং বাজারে এ বছর অ্যাপল নিজেকে ফিরে পেতে মরিয়া। আর গুগল আর অ্যামাজনও এ বছর স্মার্টফোন প্রতিযোগিতার মাঠে নামছে। তাই প্রতিযোগিতাটা জমপেশই হবে।

বাংলাদেশ সময় ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।