ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে মার্চেই ৫টি বর্ণিল ট্যাব

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩
আসছে মার্চেই ৫টি বর্ণিল ট্যাব

২০১৩ সালে এসেই বর্ণিল আকৃতির ট্যাবলেট পিসি প্রযুক্তিপ্রেমীদের কাছে নতুন উন্মাদনা ছড়াবে। তবে আকারে এসেছে বৈচিত্র্য।

১০ ইঞ্চি থেকে ৭ ইঞ্চিতে পৌঁছায় ট্যাবলেট। আর এ বছর আবারও অবয়বে বড় হয়ে ২০ থেকে ২২ ইঞ্চিতে চলে গেছে ট্যাবের আকৃতি।

দাম আর অবয়বের এ স্নায়ুযুদ্ধে নিছক উত্তাপ ছড়াতে নয়, বরং ভক্তদের সব ধরনের প্রযুক্তিবান্ধব প্রত্যাশা পূরণে সচেষ্ট হয়েছে বিখ্যাত প্রযুক্তিনির্মাতা। এ তালিকায় আছে লেনোভো, আরকোস, প্যানাসনিক, ভিজিও এবং ভিউসনিক।

লেনোভো আইডিয়াসেন্টার ট্যাব
এ মুহূর্তে ট্যাবলেট নিয়ে চলছে বিশ্বব্যাপী নানামুখি তোলপাড়। আছে সমীকরণ আর প্রতিযোগিতার পাঁচফোড়ন। এ বছরের শুরুতেই সিইএস প্রদর্শনীতে ২৭ ইঞ্চি বড় পর্দার ট্যাবলেট এনেছে লেনোভো। ওজন ১৭.৮ পাউন্ড। আছে উইন্ডোজ ৮ ট্যাবলেট অপারেটিং। এর মাধ্যমে ভিডিওগেম খেলা যাবে অনেকের সঙ্গেই। ব্যাটারি লাইফেও আছে বাড়তি সুবিধা। ব্যাটারির কোনোরকম চার্জ ছাড়াই এ ট্যাব দুঘণ্টা পর্যন্ত চলবে। দাম ১ হাজার ৬৯৯ ডলার।

আরকোস টাইটেনিয়াম
ফ্রান্সের ট্যাবপণ্য নির্মাতা আরকোস এ বছরের শুরুতেই এনেছে টাইটেনিয়াম ট্যাব। একইসঙ্গে ৪টি মডেলের ট্যাব এনেছে আরকোস। ৭, ৮, ৯.৭ এবং ১০ ইঞ্চি পর্দার এ ৪টি স্ক্রিন অবয়বে আরকোস ট্যাব পাবেন ভোক্তারা। আর দাম থাকছে ১১৯ থেকে ২৪৯ ডলারের মধ্যেই। তবে ৯.৭ ইঞ্চির উচ্চপর্দার রেজ্যুলেশনে আছে ২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেল। এটি আইপ্যাডের হুবহু মডেল হিসেবে বাজার প্রতিযোগিতায় নতুন উত্তাপ ছড়াবে।

প্যানাসনিক ২০ ইঞ্চি ট্যাব
জাম্বো আদলের এ ট্যাবটি উইন্ডোজ ঘরানার পণ্য। রেজ্যুলেশন ৩৮৪০ বাই ২৫৬০ পিক্সেল। এটি পুরুত্বে মাত্র ০.৪ ইঞ্চি পাতলা। ওজন ৫.৩ পাউন্ড। এটি একটানা দু ঘণ্টা ব্যাটারি লাইফ সমর্থন করে। তবে দামের অঙ্কে এখনই কোনো সংখ্যা জানায়নি প্যানাসনিক।

ভিজিও ১১.৬ ইঞ্চি ট্যাব
ভিজিও ব্র্যান্ডটি টেলিভিশন জগতেই সবচেয়ে বেশি পরিচিত। যদিও দক্ষিণ এশিয়ায় এ পণ্যটি এখনও তেমন কোনো পরিচিতি তুলে ধরতে পারেনি। আলোচ্য বছরে ১১.৬ ইঞ্চি পর্দার ট্যাব দিয়ে নিজেকে আরও সুপরিচিত করার পরিকল্পনা নিয়েছে ভিজিও। এটিও উইন্ডোজ ৮ ঘরানার পণ্য। পুরুত্বে মাত্র ০.৪ ইঞ্চি। ওজনে ১.৮ পাউন্ড। রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। এতে আছে মাল্টিটাট গেশ্চার সুবিধা।

ভিউসনিক ভিএসডি২৪০
এটি ২২ ইঞ্চি পর্দার এইচডি ট্যাব স্ক্রিন। রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। এটি অ্যানড্রইড ঘরানার পণ্য। আসছে এপ্রিল এটি উত্তর আমেরিকায় এ ট্যাব প্রথম পাওয়া যাবে। দাম হবে ৪৯৯ ডলার।

আসছে মার্চের মধ্যেই ট্যাবলেট ঘরানার পণ্যগুলো নতুন উন্মাদনায় মাতিয়ে রাখবে বিশ্বপ্রযুক্তি অঙ্গন। আর তাতে সাড়াই মিলেছে বিশ্বের সর্ববৃহৎ সিইএস আসরে। তবে দাম আর বৈশিষ্ট্যগুণে কোন পণ্য কতটা এগিয়েছে তা ভোক্তা আর ভক্তদের বিচারেই নির্ধারিত হবে।

বাংলাদেশ সময় ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।