ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ারটেলের প্রধান নির্বাহী পদত্যাগ করছেন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
এয়ারটেলের প্রধান নির্বাহী পদত্যাগ করছেন

ঢাকা: ভারতভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি ভারতী এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কাপুর পদত্যাগ করছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করবেন।



ভারতের একটি সংবাদ মাধ্যম কোম্পানিটির একটি বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

কোম্পানির বিবৃতিতে জানানো হয়েছে, বতর্মান বিশেষ প্রকল্প বিষয়ক গ্রুপ ডিরেক্টর গোপাল ভিত্তাল সঞ্জয় কাপুরের স্থলাভিষিক্ত হবেন। তিনি ১ মার্চ থেকে দায়িত্ব নেবেন ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতী গ্রুপের এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সাফল্যের সঙ্গে প্রায় ১৫ বছর কাটানোর পর সঞ্জয় কাপুর ভারতীর বাইরে তার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন। ”

ভারত ভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানিটি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফ্রিকার ১৭টি দেশে কার্যক্রম চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ০০২০, জানুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।