ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৯ বছরের বালক মাইক্রোসফট স্পেশালিস্ট

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩
৯ বছরের বালক মাইক্রোসফট স্পেশালিস্ট

ভারতীয় বংশোদ্ভুত প্রণব কল্যাণ, মাত্র ৯ বছর বয়সেই সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কনিষ্ঠতম প্রযুক্তি বিশেষজ্ঞের খাতায় নাম লিখিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, মাইক্রোসফট সার্টিফায়েড টেকনোলোজি স্পেশালিস্ট ‘এমটিসি’ পরীক্ষায় দক্ষতার দাপট দেখিয়েই স্থানটি লাভ করে প্রণব।

ক্ষুদেদের এই প্রতিযোগিতায় দুবাইয়ের ১২ বছর বয়সী বাবর ইকবালকে পেছনে ফেলে ‘টেকনোলজি স্পেশালিস্ট’ খেতাব জিতে নেয় প্রণব।

প্রণবের বাবা মুলত ভারতের তামিল নাডু থেকে আমেরিকায় যান। সন্তানের অবিশ্বাস্য কৃতিত্বের পেছনের কারণগুলো জানাতে গিয়ে তিনি বলেন, যখন প্রণব একটু একটু করে হাটা শিখে তখন থেকেই খেলনার পরিবর্তে কম্পিউটারের প্রতি প্রচন্ড আকর্ষণ দেখা যায়। ৬ বছর বয়স থেকেই ছোট ধরনের প্রোগাম লিখতে শুরু করে।

ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্র্যাল ক্যালকুলাসের সমস্যা সমাধানে প্রণব পারদর্শী। আর ম্যাথমেটিকসের এই দক্ষতা কম্পিউটার প্রোগাম লিখতে সাহায্য করেছে প্রণবকে।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার উইলো এলিমেনটারি স্কুলের চতুর্থ গ্রেডের ছাত্র প্রণব।

এএসপি.নেট প্লাটফর্মের এমসিটিএস পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রণবের ভবিষ্যত স্বপ্ন বিজ্ঞানী হওয়ার।

প্রণবের এই দক্ষতা সম্পর্কে বিশেষজ্ঞদের মত, ৯ বছর বয়সী শিশুর ক্ষেত্রে এএসপি’তে প্রোগাম লেখার জন্য অবশ্যই অসাধারণ দক্ষতা, ধীশক্তি প্রয়োজন।

এর আগে যুক্তরাষ্ট্রের নর্থ সাউথ ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি ‘ম্যাথ বি’ প্রতিযোগিতায় অংশ নেয় প্রণব। সে সময় তার বয়স ছিল মাত্র ৭ বছর।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, ১৭ জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।