ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১২ কিস্তিতে গ্যালাক্সি এসথ্রি ও নোট টু

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
১২ কিস্তিতে গ্যালাক্সি এসথ্রি ও নোট টু

স্মার্টফোন ভক্তদের অনেকেই বড় অঙ্কের একটি স্যামসাং গ্যালাক্সি ‘নোট টু’ বা স্যামসাং গ্যালাক্সি ‘এসথ্রি’ কেনার কথা সহজেই ভাবতে পারেন না। তাই স্যামসাং এ সব স্মার্টফোন ভক্তদের জন্যই এবার একটি বিশেষ অফার ঘোষণা করেছে।



নতুন বছরের শুরুতে স্যামসাং গ্যালাক্সি নোট টু বা স্যামসাং গ্যালাক্সি এসথ্রি কিনতে আগ্রহীদের জন্য আছে ১২ মাসের সমমূল্যের কিস্তির সুবিধা। প্রতিমাসে সমান কিস্তির আওতায় ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে স্যামসাং গ্যালাক্সি নোট টু ক্রয় করা যাবে। এ জন্য ১২ মাস হিসাবে মাসিক কিস্তি হবে ৫ হাজার ৬২৫টাকা।

আর স্যামসাং গ্যালাক্সি এসথ্রি কিনতে দিতে হবে ১২ মাস হিসাবে মাসিক কিস্তি ৫ হাজার ২৯২ টাকা। এ অফারের বিশেষ দিক হচ্ছে এ জন্য কোনো বাড়তি সুদ প্রযোজ্য হবে না। তাই কোনো রকম অতিরিক্ত ফি না দিয়েই গ্রাহকেরা হাতের মুঠোয় পেতে পারেন তাদের স্বপ্নের হ্যান্ডসেট।

স্যামসাং গ্যালাক্সি এসথ্রিতে আছে ৪.৮ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। সবশেষ অ্যানড্রইড আইসক্রিম স্যান্ডউইচ। আছে সর্বাধুনিক সব ফিচার।

অভিনব ‘স্মার্ট স্টে’ ফিচারের মাধ্যমে গ্যালাক্সি এসথ্রি বুঝতে পারে কখন কিভাবে ব্যবহারকারীরা ফোনটি ব্যবহার করছে। যেমন কোনো ই-বুক পড়ার সময় বা ওয়েব ব্রাউজিংয়ের সময় স্ক্রিনের দিকে চোখ থাকা অবস্থায় স্ক্রিনটি কখনই বন্ধ হবে না।

এস ভয়েস
এ ফিচারের মাধ্যমে ফোনটি ব্যবহারকারীর কন্ঠস্বর শুনেই কাজ করবে। এ ছাড়া ফোনটি কানের কাছে ধরা মাত্রই ‘ডাইরেক্ট কল’ করার মতো ইন্টেলিজেন্ট ফিচারের মাধ্যমে এসএমএস, চ্যাট অন, কল লগ কিংবা কনট্যাক্ট ডিটেইলে থাকা নম্বরে নিজে থেকেই কল করা যাবে। আর ফোনটির ‘পপ আপ প্লে’ ফিচারের মাধ্যমে অন্য সব কাজের একই স্ক্রিনের যেকোনো অংশে ভিডিও চালানো যাবে।

এ স্মার্টফোনের ৮ মেগাপিক্সেল স্মার্ট ক্যামেরাটিতে কোনো ‘শাটার ল্যাগ’ থাকবে না। সঙ্গ ১.৪ গিগাহার্টজ গতির কোয়াড কোরপ্রসেসর নিশ্চিত করবে দ্রুতগতির অপারেশন।

স্যামসাং ব্র্যান্ডের আরেক জনপ্রিয় হ্যান্ডসেট গ্যালাক্সি নোট টু। অ্যানড্রইড ৪.১ (জেলি বিন) অপারিটেং সিস্টেমের এ ফোনে ৫.৫ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লের সাহায্য ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতা হবে জীবন্ত ও পরিস্কার। ব্যবহারকারীরা এখন একটি স্ক্রিনে একই সঙ্গে অনেক কিছু করতে পারবেন।

এয়ার ভিউ
এ ফিচারের মাধ্যমে নতুন স্ক্রিন না খুলেই প্রিভিউ দেখেই বুঝে নিতে পারবেন ভেতরে কি কনটেন্ট আছে।   এ ফোনের মজার এক্সপ্রেশন টুলের মধ্যে আছে এস-পেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও দ্রুত অনেক কিছু করতে পারবেন।

এস-পেনের মাধ্যমে আরও নিখুঁতভাবে কাজ করা সম্ভব হবে। ‘ইজি ক্লিপ’ ফিচারে স্ক্রিনের যেকোনো জিনিস সহজে কাট ও পেস্ট করা সম্ভব। ব্যবহারকারীরা যা আঁকতে চান তা লিখলেই ‘আইডিয়া স্কেচ’ তা এঁকে ফেলবে। ‘ফটো নোট’ ফিচারে ব্যবহারকারীরা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত ধরে রাখতে পারবেন।

এ ফোনের অন্য সব ফিচারের মধ্যে আছে এলইডি ফ্ল্যাশ ছাড়াও ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ফ্লিপবোর্ড, এস-সাজেস্ট, ১.৬ গিগাহার্টজ কোয়াড কোরপ্রসেসর।

তাই স্যামসাং গ্যালাক্সি নোট টু বা স্যামসাং গ্যালাক্সি এসথ্রির জন্য সহজ উপায় এসে গেল। এ অফার সীমিত সময়ের জন্য। এ অফারের সুবিধা উপভোগ করা যাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বগুড়া, নারায়নগঞ্জ এবং খুলনার স্মার্টফোন ক্যাফেতে। তথ্যগত অনুসন্ধানে গ্রাহকেরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত (০১১ ৯৯ ৭৭ ৯৯৯৯) এ নম্বরে কল করতে পারবেন।

বাংলাদেশ ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।