ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৪ হাজারে মাল্টিমিডিয়া ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
৩৪ হাজারে মাল্টিমিডিয়া ল্যাপটপ

আসুস ‘এক্স৫৫এ’ মডেলের নতুন মাল্টিমিডিয়া নোটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে না। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

এ নোটবুকে আছে ২.৩ গিগাহার্টজ গতির ইন্টেল দ্বিতীয় প্রজন্মের ডুয়াল কোরপ্রসেসর, ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, সুপার মাল্টি ডাবল লেয়ার ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, বিল্টইন স্পিকার এবং মাইক্রোফোন।

তথ্য সংযোগে আছে ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন), গিগাবিট ইথারনেট, ব্লুটুথ, ওয়েবক্যাম, ৩টি (২.০) ইউএসবি পোর্ট, একটি এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট।

এ ছাড়াও আছে বিদ্যুৎসাশ্রয়ী পাওয়ারফোর গিয়ার এবং দীর্ঘক্ষণ সহজবোধ্য টাইপিংয়ের জন্য পামপ্রুফ প্রযুক্তি। এ মুহূর্তে দাম ৩৪ হাজার ৮০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও আসুস পণ্য বিক্রেতাদের কাছে এ ল্যাপটপ পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।