ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিসিএল ইন্টারনেট ১ ঘণ্টা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
বিটিসিএল ইন্টারনেট ১ ঘণ্টা বন্ধ

ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট সার্ভিস বৃহস্পতিবার এক ঘণ্টা বন্ধ থাকবে।  

সিস্টেম সম্পূর্ণ চালু এবং বাইপাস করা ডিপিআই ও অন্যান্য যন্ত্রপাতি সংরক্ষণ ও মেরামত কাজ সম্পন্ন করতে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



বুধবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, বিটিসিএল-এর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েতে (আইআইজি) কারিগরি ক্রটির কারণে মঙ্গলবার রাত ৮টায় ইন্টারনেট সার্ভিস বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুইটি এনই ৪০ কোর রুটার  (Core Router) ক্রটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়।
 
সর্বশেষ বুধবার দুপুর ১২টা নাগাদ  ৯০ শতাংশ সমস্যা সমাধান হয়।

বিবরণীর মাধ্যমে গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
এসএমএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।