ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইপ্যাড, আইফোনে চুরি বেড়েছে ৬%

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
আইপ্যাড, আইফোনে চুরি বেড়েছে ৬%

আইপ্যাড ও আইফোনের ক্রেজ বেড়েই চলেছে। এর সব কিছুই হয়তো ভালো কিন্তু অভালোও যে নেই তা নয়।

বাজারে আইপ্যাড আর আইফোন আসার পরে চোরের সংখ্যাও বেড়েছে। গবেষকদের হিসেবে বৃটেনে এক বছরে ৬ শতাংশ হারে চুরি বেড়েছে। যার কারণই এই আইফোন, আইপ্যাড।

তবে এতে অন্য চুরির পরিমান কমেছে। বিশেষ করে ঘরে কিংবা গাড়িতে চুরির চেয়ে চোরদের চোখ এখন পথচারির পকেটেই নিবদ্ধ। টার্গেট পকেটের আইফোনটি। ব্রিটেনের হিসাব বলছে গেলো বছরে দেশটিতে এরকম মানুষের পকেট থেকে চুরির ঘটনা ঘটেছে ১ লাখ ৩০ হাজার ৫০০টি। যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। আর এসব চুরির অভিযোগে আইফোন, আইপ্যাড চুরি যাওয়ার হিসেবটাই বেশি।

বিষয়টি স্বরাষ্ট্র দফতর ও পুলিশ বিভাগের জন্য একটি বড় সংকেত বলে মত দিয়েছেন শ্যাডো পুলিশ মন্ত্রী ডেভিড হাডসব।

তবে দেশটির মোট অপরাধের প্রবণতা বেশ কমেছে। ১৯৭৮ সালের পর ২০১২ সালেই সবচেয়ে কম ৫৫১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে বৃটেনে। যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ কম। আর ভাংচুর, হুর-হাঙ্গামা কমেছে ১৪ শতাংশ। যৌন অপরাধ কমেছে ৫ শতাংশ।

তবে রাস্তা-ঘাটে  এ ধরনের চুরি কমাতে ব্রিটিশ পুলিশকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আনা হচ্ছে সংস্কার।

বাংলাদেশ সময় ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।