ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পেপ্যালসহ কয়েকটি ওয়েবসাইট আক্রমণে হ্যাকারদের কারাদন্ড

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
পেপ্যালসহ কয়েকটি ওয়েবসাইট আক্রমণে হ্যাকারদের কারাদন্ড

অ্যানোনিমাস গ্রুপের দুজন স্বখ্যাত হ্যাকটিভিস্টসহ কয়েকজনের কারাদন্ড দিয়েছে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। গত ২০১০ সালের ১ আগস্ট থেকে ২২ জানুয়ারি ২০১১ সালের এ সময়ব্যাপী কম্পিউটার কার্যক্রম ক্ষতিসাধনে তাদের সম্পৃক্ততার বিষয়টি প্রমাণ হওয়ায় এ রায় ঘোষণা হয়।

সুত্র মতে, ইতিমধ্যে ৪ জনের মধ্যে ৩ জনের কারাবাসের সময় ঘোষণা হলেও বাকি ১ জনের কারাদন্ড দেওয়া হবে ফেব্রুয়ারিতে।

২২ বছর বয়সী ক্রিস্টোফার ১৮ মাসের কারাদন্ড দেয়। সাউথ লন্ডনের ক্যামবারওয়েল বল্টন ক্রিসেন্টে বসবাসকারী ২৮ বছর বয়সী অ্যাসলে রোডস জড়িত থাকার বিষয়টি স্বীকার করায় আদালত তাকে ৭ মাসের কারাদন্ড দেয়।

এছাড়া তাদের সহায়তাকারী হার্টলিপুলের ক্যাসলটাউনের ২৪ বছর বয়সী পিটার গিবসন সত্যতা স্বীকার করে।

কিন্তু তদন্তে দেখা গেছে ধ্বংসাত্তক কর্মে তার স্বল্প ভুমিকা ছিল যার দরুণ ৬ মাসের শাস্তিদান করে আদালত।

অন্যদিকে চেষ্টারে বসবাসকারী ১৮ বছর বয়সী জ্যাক বিরচলের দন্ডাদেশের সময় নির্ধারিত হয়েছে ১ ফেব্রুয়ারি। এ তরুণও অভিযুক্তের বিষয়টি স্বীকার করে।

এদিকে রায় ঘোষণার পরে সর্বোচ্চ কারাবাসপ্রাপ্ত ক্রিস্টোফারের কোনো প্রতিক্রিয়া ছিলনা কিন্তু রোডস প্রচন্ড মর্মাহত হয়ে দেওয়ালে মাথা ঠুকে। এছাড়া অভিযুক্তদের এক স্বজনকে আদালতের বাহিরে কাঁদতে দেখা যায়।

হ্যাকারদের হস্তক্ষেপকৃত ওয়েবসাইটের মধ্যে একটির আর্থিক মূল্য প্রায় ৩.৫ মিলিয়ন পাউন্ড।

উল্লেখ্য, সাইবার আক্রমণে ওয়েবসাইটগুলোর কার্যক্রম অকার্যকর হয়। কিন্তু অনুসন্ধানের বিষয়টি অস্বীকার করায় হ্যাকার দলটিকে শাস্তিপ্রদান করা হয়।

বিচারক পিটার টেস্টার জানান, যখন ব্যক্তিগত বা দলগতভাবে কোনো অপকর্মে যুক্ততার বিষয়টি সুনির্দিষ্টভাবে উপস্থিতির পরও ভিন্নমত আসে তা খুবই অসহ্যকর।

ক্ষতিগ্রস্ত ওয়েবসাইটগুলোর প্রদর্শিত বার্তা ‘ তোমরা অ্যানোনিমাসদের পাকড়াতে সর্বাত্তক চেষ্টা করেছো, ‘এ দখলে তোমরা এখন দংশিত এবং ক্ষিপ্ত’।

অনলাইন পেমেন্ট ওয়েবসাইট পেপলের ক্ষতিগ্রস্ত বিষয়গুলোর মধ্যে আছে মাস্টারকার্ড এবং ‍ভিসা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘন্টা, ৩১ জানুয়ারি, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।