ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইতিহাস গড়লো ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ গেম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০
ইতিহাস গড়লো ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ গেম

এ মাসের প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে উন্মোচিত হয় ভিডিও গেম কল অব ডিউটি: মর্ডান ওয়ারফেয়ার টু এর সিক্যুয়াল ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’। এ গেমের নির্মাতা স্ট্রেয়ার্চ সূত্র জানায়, এরই মধ্যে এ গেমটি বেশ কয়েকটি রেকর্ড করেছে।



গত ১৮ নভেম্বর স্ট্রেয়ার্চ সূত্র জানায়, এ গেম উন্মোচনের পর মাত্র পাঁচ দিনেই ৬৫ কোটি ডলারের মুনাফা করেছে। এর আগে গত বছর ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়্যার টু’ উন্মোচনের প্রথম পাঁচ দিনে ৫৫ কোটি ডলারের মুনাফা করে। সে তুলনায় ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ এক ধাপ এগিয়ে আছে।

অন্যদিকে মাইক্রোসফট সূত্র জানিয়েছে, উন্মোচনের দিনে মাইক্রোসফটের গেম কনসোল এক্সবক্স লাইভের মাধ্যমে মাল্টিপ্লেয়ার মুডে ৫৯ লাখ মিনিট সময় ধরে কল অব ডিউটি: ব্ল্যাক অপস গেমটি খেলা হয়েছে।

এছাড়া ২৬ লাখ মিনিট ধরে সিঙ্গেল প্লেয়ার মুডে গেমটি খেলা হয়েছে। অন্যদিকে সনির গেম কনসোল প্লেস্টেশন থ্রি এবং বিপণনভিত্তিক ওয়েবসাইট আমাজন ডটকম এর মাধ্যমে ‘কল অব ডিউটি: ব্ল্যাক অপস’ গেম বিক্রি হয়েছে। সূত্র জানিয়েছে, কল অব ডিউটি ব্ল্যাক অপসের এবারের অগ্রগতি আগের যে কোনো গেম বিক্রির ইতিহাসকে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।