ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৮০০ টাকায় ৮ জিবি ড্রাইভ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩
৮০০ টাকায় ৮ জিবি ড্রাইভ

সর্বোচ্চ দ্রুত গতির তথ্য বিনিময়ে ইউএসবি থ্রি সমর্থিত পেনড্রাইভ কোরসায়ার। এ ব্র্যান্ডের সারভাইভার সিরিজের ৮, ১৬ এবং ৩২ জিবি ধারণ ক্ষমতার পেনড্রাইভগুলো এখন দেশের বাজারেই পাওয়া যাচ্ছে।



এ পেনড্রাইভের ডাটা ট্রান্সমিশন গতি ইউএসবি ২.০ গতির চেয়ে চার গুণ বেশি। এয়ারক্রাফট নির্মাণে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের তৈরি কোরসায়ার ব্র্যান্ডের পেনড্রাইভ তিনটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ওয়াটার প্রুফ সক্ষমতা।

তিনটি পেনড্রাইভেই আছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। এ মুহূর্তে ৮ জিবির দাম ৮০০ টাকা, ১৬ জিবির দাম ১,২০০ টাকা এবং ৩২ জিবির দাম ২ হাজার টাকা।

৬৫০ টাকায় তারহীন মাউস
দেশে এসেছে ভ্যালুটপ ব্রান্ডের আরামদায়ক ডব্লিউএমডি ওয়্যারলেস অপটিক্যল মাউস। স্ক্রল বাটন ছাড়াও ৬টি ভিন্ন কালারের আকর্ষণীয় মাউসগুলো কম্পিউটার সিটি টেকনোলজিসের শোরুমে পাওয়া যাচ্ছে। এ মুহূর্তে দাম ৬৫০ টাকা। হ্যালো: ৯৮৮৭৬৭৩।

ঢাকার আগারগাওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশের কম্পিউটার মাকের্টগুলোতে পণ্যটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।