ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইন মিউজিকে জুটি বাঁধছে অ্যাপল ও টুইটার

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০
অনলাইন মিউজিকে জুটি বাঁধছে অ্যাপল ও টুইটার

অ্যাপল এবং টুইটার যৌথ উদ্যোগে কাজ করছে। উদ্দেশ্য অনলাইনভিত্তিক মিউজিক সাইটের সমৃদ্ধ তথ্যভান্ডারের মানোন্নয়ন।

অ্যাপলের নতুন এ চিন্তাধারায় পিঙ ব্যবহারকারীরা বহুসংখ্যক মিউজিক অনুসন্ধানের সুযোগ পাবেন।

বিশ্লেষকদের ভাষ্যমতে, অ্যাপলের এমন গতিপরিবর্তনের পেছনে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল সাইট ফেসবুকের প্রত্যাখানই মূল কারণ। অ্যাপলের একটি প্রস্তাব ফেসুবক ফিরিয়ে দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, এ বছরের সেপ্টেম্বরে আইটিউনসের বিনোদনভিত্তিক সেবা আত্মপ্রকাশ করে। এ সাইটের ব্যবহারকারীরা পছন্দের সব সঙ্গীতশিল্পীদের সার্বক্ষণিক খবর উপভোগ করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা তাদের বন্ধুমহলের মধ্যে সেসব সম্পাদনা সম্পর্কে ভালোমন্দ মতামত ব্যক্ত করার সুযোগ পাবেন।

বিশেষজ্ঞদের ভাষ্যমতে, অ্যাপলের এ পদক্ষেপ পিঙের সুনাম বাড়াতে সহায়ক হবে। এ মুহূর্তে টুইটারের সহযোগিতায় সোশ্যাল সাইট পিঙ আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে অ্যাপল আশা করছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।