ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ক্যাসপারস্কি ও বেসিস চুক্তি সই

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
ক্যাসপারস্কি ও বেসিস চুক্তি সই

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ক্যাসপারস্কি ল্যাবের মধ্যে একটি পৃষ্ঠপোষক চুক্তি সই হয়েছে।

এ চুক্তি অনুসারে ক্যাসপারস্কি ল্যাব ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় বেসিস সফটএক্সপো ২০১৩ আসরের গোল্ড স্পন্সর হয়েছে।



চুক্তিতে বেসিস থেকে মহাসচিব এবং বেসিস সফটএক্সপো ২০১৩ পর্বের আহ্বায়ক রাসেল টি আহমেদ এবং ক্যাসপারস্কি ল্যাবের পক্ষে অফিসএক্সট্রাক্টসের সিইও প্রবীর সরকার স্বাক্ষর করেন।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির এবং সচিব হাশিম আহম্মদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।