ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাসারের দু পর্দার স্পর্শক ল্যাপটপ উন্মোচন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
অ্যাসারের দু পর্দার স্পর্শক ল্যাপটপ উন্মোচন

দুটি স্পর্শক পর্দাবিশিষ্ট ল্যাপটপ উন্মোচনে করেছে অ্যাসার। নাম আইকোনিক।

একে অনেকে ল্যাপটপ কাম ট্যাবলেট কমপিউটার বলে অভিহিত করছেন। উল্লেখ্য, ২৫ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ ল্যাপটপের প্রদর্শন করা হয়।

অ্যাসার সূত্র জানিয়েছে, এ ল্যাটপের প্রতিটি স্পর্শক পর্দার আকৃতি ১৪ ইঞ্চি। অপারেটিং সিস্টেম হিসেবে এ ল্যাপটপে আছে উইন্ডোজ সেভেন। এতে ইন্টেল কোর আইফাইভ প্রসেসর যুক্ত করা হয়েছে।

আভ্যন্তরীণ বৈশিষ্ট্যেয় আরও থাকছে ৪ গিগাবাইট র‌্যাম এবং হার্ডডিস্ক ৭৫০ গিগাবাইট। নির্মাতা সূত্র জানিয়েছে, ২০১১ সালের ৮ জানুয়ারি থেকে ব্রিটেনে এ ল্যাপটপের বাণিজ্যিক বিপণন শুরু হবে। এ মুহূর্তে দাম ধরা হয়েছে এক হাজার ৪৯৯ পাউন্ড।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।