ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মুসা ইব্রাহীমের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
মুসা ইব্রাহীমের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

ঢাকার অলিয়ঁস ফ্রঁসেজে ৩ ডিসেম্বর বিকেলে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের নিজস্ব ওয়েবসাইট www.musaibrahim.com.bd এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এ ওয়েবসাইটের উদ্বোধন করেন।



ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জামিলুর রেজা চৌধুরী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক সালিহা লোফেভ এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

ওয়েবসাইট সম্পর্কে জমিলুর রেজা চৌধুরী বলেন, এ ওয়েবসাইটের মাধ্যমে দেশ-বিদেশের মানুষ মুসা ইব্রাহীমের পর্বত আরোহণের সব গল্প জানতে পারবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দুর্বার লক্ষ্য জয় করতে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে মুসা ইব্রাহীম নিজের ওয়েবসাইটের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।