ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তিমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৩

রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় মহানগরীর টিচার্স টেনিং কলেজে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার রায়।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-  রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারী সিটি কলেজের অধ্যক্ষ শিরিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন, টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ আবদুস সামাদ।

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৯টি স্কুল ও কলেজ অংশ নিয়েছে। মেলায় মোট ২৪টি স্টল আছে। শুক্রবার পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা চলবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৩
এসএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।