ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুলশানে নতুন আউটলেটে নকিয়া

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৩
গুলশানে নতুন আউটলেটে নকিয়া

দেশের বাজারে নকিয়া ব্র্যান্ড আবারও সরব উপস্থিতিতে ফিরছে। সাধারণ ভোক্তাদের কাছে নকিয়া ফোনের চাহিদা এখনও আছে।

এ কারণে নকিয়া দেশে নতুন কোনো হ্যান্ডসেট আনলেই ভোক্তাদের কাছে তা সাড়া জাগায়।

এ প্রত্যাশা পূরণে নকিয়া গুলশানের পিংক সিটিতে তাদের নতুন ব্র্যান্ডেড আউটলেট উদ্বোধন করেছে। এটি নকিয়ার দেশব্যাপী দ্রুত বর্ধনশীল বিক্রয়কেন্দ্রের তালিকায় আরেকটি নতুন সংযোজন।

নকিয়া ইর্মাজিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী এ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ প্রসঙ্গে রাদি আহমেদ বলেন,গুলশান এলাকার গ্রাহকদের জন্য আরও একটি নতুন স্টোর উদ্বোধনে নকিয়া চমৎকার সব পণ্যের সহজলভ্যতা আরও বিস্তৃত করেছে।

এ সময় নকিয়া বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার এবং নকিয়ার শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ২১০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।