ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গিগাবাইট গেমিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৩
গিগাবাইট গেমিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকার আইডিবি ভবনে গিগাবাইট গেমিং প্রতিযোগিতা ২০১৩ পর্বের পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি ও বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত গিগাবাইট গেমিং প্রতিযোগিতায় অংশ নেওয়া গেমারদের মধ্যে বিজয়ীদের এ অনুষ্ঠানে  পুরস্কৃত করা হয়।



এতে উপস্থিত ছিলেন বিসিএস সিটিআইটি কমিটির সভাপতি মুজিবর রহমান স্বপন, স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ, গিগাবাইট বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার খাজা আনাস খান, স্মার্ট টেকনোলজিসের সহকারী মহাব্যবস্থাপক এসএম জাকিউর রহমান এবং সিটিআইটির এবারের আহবায়ক এএনএম কামরুজ্জামান।

অনুষ্ঠানে একক ও দলীয় মিলিয়ে সর্বমোট ৩৮ জন গেমারকে ৯০ হাজার টাকা মূল্যের পুরস্কার দেওয়া হয়। স্মার্ট টেকনোলজিসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ গেমিং প্রতিযোগিতায় সহযোগী হিসেবে কাজ করেছে এএমডি, আমব্রেলা ম্যানেজমেন্ট ও অর্পন কমিউনিকেশনস।

বাংলাদেশ সময় ২১৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।