ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস ও আনানাশ আইটির চুক্তি সই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৩
বেসিস ও আনানাশ আইটির চুক্তি সই

এটুআই এবং বেসিসের যৌথ উদ্যোগের আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং আনানাশ আইটি অ্যান্ড সলিউশনস লিমিটেডের মধ্যে জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের (অভ্যন্তরীণ ও বহিরাগত) পর্যায়ক্রমিক সাইবার নিরাপত্তা নিরীক্ষণ বিষয়ক একটি চুক্তি সই হয়।

এ চুক্তির অধীনে, আনানাশ আইটি জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের সব ধরনের নিরাপত্তা লঙ্ঘন শনাক্ত ও এ বিষয়ক তদন্ত করবে এবং মাসিক ঝুঁকি পর্যালোচনা করবে।

প্রাথমিকভাবে এ চুক্তির মেয়াদ ১২ মাস।

বেসিসের সভাপতি একেএম ফাহিম মাশরুর এবং আনানাশ আইটি অ্যান্ড সলিউশনসের পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার কামরুল আহসান চৌধুরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় আরও উপস্থিত ছিলেন বেসিসের ই-গভর্নেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাহিদুল হাসান মিতুল, আনানাশ আইটি অ্যান্ড সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিলানী এফ আর চৌধুরী এবং বেসিসের সচিব হাশিম আহম্মদ।

বাংলাদেশ সময় ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।