ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৭৫০ টাকায় ডিভিডি রাইটার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৩
১৭৫০ টাকায় ডিভিডি রাইটার

আসুস ব্র্যান্ডের ‘ডিআরডব্লিউ-২৪ডি৩এসটি’ মডেলের গ্রিন ডিভিডি রাইটার এখন দেশেই পাওয়া যাচ্ছে। এ ব্র্যান্ডের বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।



ই-গ্রিন ফিচারের এ ডিভিডি রাইটার বিদ্যুৎ সাশ্রয়ী। ডিস্কের ডেটার সুরক্ষায় আছে ডিস্ক এনক্রিপশন-২ ফিচার। এটি দিযে পাসওয়ার্ডের মাধ্যমে এবং ফাইল হিডেন করে আংশিক ফাইল বা সম্পূর্ণ ডিস্কের ডেটাকে সুরক্ষিত রাখা যায়।

এ ছাড়া ২৪এক্স গতির এ ডিভিডি রাইটার উইন্ডোজ ৮ সমর্থিত। এতে ওটিএস প্রযুক্তির ফিচার থাকায় ডিস্কের ধরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ডিস্ক বার্ণিংয়ের মান এবং গতি বৃদ্ধি করে।

এ মডেলের ডিভিডি রাইটারের সঙ্গে আসুস দিচ্ছে বিনামূল্যে ৫ জিবি ওয়েব স্টোরেজ সুবিধা। এ মুহূর্তে দাম ১,৭৫০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটি ছাড়াও দেশের কম্পিউটার বাজারে এ পণ্য পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।