ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোনে ফেসবুক ‘চ্যাট হিডস’ অ্যাপ

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩
আইফোনে ফেসবুক ‘চ্যাট হিডস’ অ্যাপ

এবারে আইফোন এবং আইপ্যাডের জন্য ফেসবুক চ্যাট নিয়ে এল ফেসবুক। শুধু অ্যানড্রইড ঘরানা নয়, বরং অ্যাপল ঘরানার ভোক্তাদের লাইভ চ্যাট সুবিধা নিশ্চিত করতেই এ অ্যাপ তৈরি করেছে ফেসবুক।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এ অ্যাপের মাধ্যমে কাজের সময়েও ফেসবুক চ্যাট অব্যাহত রাখা যাবে। এতে বারবার লগইন ও লগআউটের ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। ‘চ্যাট হিডস ’ নামে এ অ্যাপ ফিচারে পপআপ করে চ্যাট উপভোগ করা যাবে আইফোন এবং আইপ্যাডে।

ঘরোয়া ভোক্তাদের জন্য হোম অ্যাপ তৈরির ঘোষণায় এ সেবাভুক্ত হচ্ছে ফেসবুক। অ্যানড্রইড সিস্টেমের জন্য ফেসবুক অ্যাপ থাকলেও অ্যাপল ঘরানার পণ্যের জন্য এটি নব্য সংযোজিত চ্যাট সার্ভিস।

এরই মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে এ ‘চ্যাট হিডস’ পাওয়া যাচ্ছে। তবে এ অ্যাপ পুরোপুরি কার্যকর হতে আরও কিছুটা সময় লাগবে বলে ফেসবুক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।