ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাগুরায় অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
মাগুরায় অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষণ

মাগুরা: মাগুরায় রোববার সকাল থেকে পাঁচ দিনব্যাপী ইন্টারনেট ভিত্তিক লার্নিং অ্যান্ড আর্নিং বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও স্বনির্ভর বাংলাদেশ যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করেছে।



সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু।

প্রশিক্ষণ কর্মশালার পরিচালক এস এম তৌহিদুল হক বাংলানিউজকে জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ৪০ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কর্মশালায় অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যুবশক্তিকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।