ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউরোপ ২০১৩ সালের মধ্যে ফোরজি সুবিধাভুক্ত হবে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০
ইউরোপ ২০১৩ সালের মধ্যে ফোরজি সুবিধাভুক্ত হবে

২০১৩ সাল নাগাদ ইউরোপীয় কমিশনের সব দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হবে। ইউরোপীয় টেলিকমমন্ত্রী নিলি ক্রোয়েস এ ঘোষণা দেন।



সংশ্লিষ্টদের মতে, টুজি, থ্রিজির পর সময় এখন ফোরজির নেটওয়ার্কের দিকে অগ্রসর হওয়ার। নতুন এ মোবাইল ফোনকেন্দ্রিক নেটওয়ার্কের মাধ্যমে ইউরোপে তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় নতুন মাত্রা যোগ হবে বলে মন্তব্য করেন ইউরোপীয়ান মন্ত্রী নিলি ক্রোয়েস।

নিলি ক্রোয়েসের ভাষ্যমতে, ২০১৩ সালের মধ্যে ইউরোপে ফোরজি নেটওয়ার্ক বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তাই ইউরোপীয় কমিশনের সব সদস্য দেশেই এ নেটওয়ার্ক সেবা চালু করতে হবে। এজন্য সব রকম সহযোগিতা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

তবে এ উদ্যোগ বাস্তবায়নে খুব সমস্যা হলে শুধু দু-একটি দেশের জন্য এ সময়সীমা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও সূত্রে উল্লেখ করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।