ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৮০০ টাকায় স্মার্ট আইফোন কভার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
৩৮০০ টাকায় স্মার্ট আইফোন কভার

এখন দেশেই পাওয়া যাচ্ছে বিশ্বনন্দিত মোশি ব্র্যান্ডের স্মার্ট কভার। আইফোনের জন্য বিশেষভাবে তৈরি মোশি স্মার্ট কভারের সঙ্গে আছে স্ক্রিন প্রোটেক্টর।



আর আইপ্যাডকে ধুলোবালি থেকে নিরাপদ রাখার সঙ্গে স্ট্যান্ড হিসেবেও কাজ করে মোশি আইপ্যাড স্মার্ট কভার। এ কভার ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে আইপ্যাড সিøপ মুডে চলে যায়। আবার খোলা মাত্রই সচল হয়।

একইভাবে টাচস্ক্রিন বাটন ও ক্যামেরার কোনো ক্ষতি হয় না। রংভেদে এটি কালো, ধূসর ও বেগুনি এ ৩টি রঙে পাওয়া যাচ্ছে।

এদিকে আইফোন-৫ মডেলের জন্য তৈরি মৈশি ব্র্যান্ডের অভিনব কাভার তৈরিতে পলিকার্বোনেট ফ্রেম এবং ভেগান লেদার ব্যাকপ্লেট ব্যবহার করা হয়েছে।

ঢাকনায় আচ্ছাদিত খাকলেও কিবোর্ডগুলো কাজ করে সাবলীলভাবে। কম্পিউটার সোর্স বাজারজাত করা মোশি আইপ্যাড স্মার্ট কভারের দাম ৪ হাজার ৬০০ টাকা। আর আইফোন কভারের দাম ৩ হাজার ৮০০ টাকা। ঢাকার আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ কভার পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।