ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটেক্সে ইন্টেলের চতুর্থ প্রজন্মের ‘হ্যাসওয়েল’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
কম্পিউটেক্সে ইন্টেলের চতুর্থ প্রজন্মের ‘হ্যাসওয়েল’

মাত্র কয়েক সপ্তাহ পরেই বিখ্যাত চিপ নির্মাতা ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর প্রসেসরের আত্মপ্রকাশ হচ্ছে।

ইন্টেলের ওয়েবসাইটের একটি পোষ্টে ‘হ্যাসওয়েল’ নামের প্রসেসরটি উন্মুক্তের দিন উল্লেখ হয়।

দুই দফায় ৩ জুন প্রথমে যুক্তরাষ্ট্র এবং একইসময়ে ৪ জুন তাইওয়ানে অনুষ্ঠিতব্য বাৎসরিক কম্পিউটার বাণিজ্য প্রদর্শনীতে প্রকাশ পাচ্ছে হ্যাসওয়েল। ইন্টেল সুত্র মতে, চতুর্থ প্রজন্মের এই প্রসেসর আসছে সম্পূর্ণ ভিন্ন গুণাবলী নিয়ে।

একের মধ্যে অগনতি কোর প্রসেসরের গুণাবলী অন্তর্ভূক্ত করা হয়েছে এতে।

উল্লেখ্য, ৩,৩৩৭,২০০,০০০,০০০,০০০ নেনোসেকেন্ড ক্ষমতার চিপটি মূলত ম্যাথ ক্যালকুলেশন সহজসাধ্য করার লক্ষ্যে তৈরি হয়েছে।

সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী নতুন এ প্রসেসর আরো কম শক্তিতে কার্যক্ষম এর গ্রাফিক্স কার্যক্ষমতাও তৃতীয় প্রজন্মের প্রসেসরের চেয়েও কিছুটা উন্নত হয়েছে।

যার ফলে সেরা সব প্রস্ততকারী প্রতিষ্ঠানের ট্যাবলেট, নোটবুক, ল্যাপটপ, হাইব্রিড এবং ডেস্কটপ হবে ইন্টেলের অত্যাধুনিক প্রযুক্তির হ্যাসওয়েল বেজড। তাছাড়া প্রদর্শিত বেশিরভাগ পণ্যেই থাকবে মাইক্রোসফটের লেটেস্ট উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেম।
‌‌

বিখ্যাত এই চিপ নির্মাতা ‘বে ট্রেইল’ কোড নামের অ্যাটম-বেজড প্রসেসরের কাজ করবে বলেও জানিয়েছে প্রতিবেদনে। এ বছরের শেষে গ্রাহকরা প্রসেসরটি হাতে পাবে বলে প্রত্যাশা করছে নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।